১৯৯৪ সালে এই ছবি পুলিতজার পুরষ্কার অর্জন করে।এটি কেভিন কার্টারের তোলা ছবি।ওই সময় সুদানে দূর্ভিক্ষো চলছিলো,ছবিটি সুদানে তোলা একটি বাচ্চা শিশুর,যে কিনা বুক দিয়ে গড়িয়ে গড়িয়ে প্রায় কি.মি.দূরের জাতীসংঘ ফুড কেম্পে চলছে এবং একই সাথে মৃত্যুর সাথেও লড়ছে।পাশের শকুনটি অপেক্ষা করছে কখন শিশুটি মারা যাবে যাতে সে আরাম করে খেতে পারে।এই ছবিটি তোলার পরপরি কেভিন সুদান ছেড়ে চলে যান।সেই বাচ্চাটি কি ফুড কেম্পে যেতে পেরেছিলো?? নাকি শকুনের পেটে গিয়েছিলো তা আর কেউ পরে যানতে পারে নি।এই ঘটনা কেভিন কে দারুন ভাবে নাড়া দেয়,এর ৩ মাস পড়ে কেভিন ডিপ্রেশানের কারনে সুইসাইড করেন।
সত্যি ছবিটি খুবই মর্মান্তিক,সুদান বা আফ্রিকার অনেক দেশেই এখনো নিরব দূর্ভিক্ষ চলছে,অল্প একটু খাবারের জন্য কতো কাড়াকাড়ি।সেই দিক দিয়ে দেখলে আমার মনে হয় আমরা অনেক ভাগ্যবান,যে অন্তত ওদের চেয়ে অনেক ভালোআছি।তারপরো সজ্ঞানে হোক আর জেনেই হোক আমরা প্রতিদিন কতো খাবার নষ্ট করি....
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।