আমাদের কথা খুঁজে নিন

   

বিরাট এক জ্বালাময়ী পোষ্ট .......। ( বোনাস হিসেবে থাকছে সুমন্টোগ্রাফির কয়েকটা চমৎকার ছবি )

ছন্নছাড়া বাঁধনহারা দস্যি একটা ছেলে ,, দিবানিশি ক্যামেরা চালায় আহার নিদ্রা ফেলে :) :) (বিঃদ্রঃ পোষ্টের শেষ মাথায় একখান মজা আছে ) দেশের বর্তমান পরিস্থিতি ও স্বাধীনতার ৪০ পুর্তি উপলক্ষ্যে বিরাট এক জ্বালাময়ী কিছু লিখতে গিয়ে পারলাম না । তবে আমরা হলাম বীরের জাতি তাই খালি হাতে তো আর ফিরে যাওয়া যায় না । শেষমেশ যা লিখলাম তার জন্যে আমি কোন ভাবেই প্রস্তুত ছিলাম না ! তবে যায় বলেন আমি স্বাধীন ভাবে একটা ছড়া লিখে ফেলেছি চাই না এমন স্বাধীনতা চাই না এমন মুক্তি , কেন বলছি এসব কথা , খুঁজো না কোন যুক্তি স্বাধীন দেশ তাই স্বাধীন ভাবেই হচ্ছে খালি হাজার মায়ের বুক এসব দেখেও প্রশাসন নির্বাক নিশ্চুপ রাস্তাঘাট নদীর জল ভরে যাচ্ছে লাশে এত কিছুর পরেও সবাই মিচমিচিয়ে হাসে হাই খোদা ,,,, আজ মোদের দিচ্ছো তুমি কোন পাপের সাঁজা চার দশকেই বীর বাঙালীর করে দিলে খোজা !! তাই বুঝি এই জুলুম দেখেও সোজা হয় না মাজা ! ১/ নিউমার্কেট থেকে তোলা ২/ “The more the division of labor and the application of machinery extend, the more does competition extend among the workers, the more do their wages shrink together.” ৩/ Everything that is great in the world, all the works, beneficial and good, half must be credited to woman, and to man half only we should. ৫/ খেলনা গাড়ি ১। ৬/ খেলনা গাড়ি ২। ৭/ Working at a Risky Situation ! ৮/ ছাগুরা সব পালাইয়া গেল রেেেেেেেেেেেেেেেেেেে ধরররররররররররররররররররররররররররররররররর ..

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।