অন্ধভাবে কাউকে ভালবাসলে তার ফল শুভ হতে পারেনা। (কারলাইন) একজন ব্যাচেলরের হিসাবে বাসর ঘর মানে রুমে একটা বৌ থাকলেই হয়! আর কিছু লাগে না। তাও ঐতিহাসিক নিয়মে ফুলের একটি নরম বিছানা, পরিপাটি ঘর সব মিলিয়ে একটা নিখাদ বাসর ঘর। তবে ব্যাচেলল হলেও মানুষ। ইশ! বাসর ঘরে যদি এক প্যাকেট (অন্যকিছুতো থাকবেই) সিগারেট থাকতো! একটা স্ট্রে অথবা নিদেন পক্ষে একটা ল্যাপটপ।
ক্লান্তির মধ্যবর্তী সময় হাসির কোন ছবি অথবা নাটক অথবা ওই যে অন্যকিছু!
স্বপ্নতো আরও অনেক থাকে! ইদানীংকার ব্যাচেলররা বাসর ঘরের স্বপ্ন একটু বেশী দেখে বইকি। সেটা প্রমান পাওয়া যায় তাদের দৈনিক স্বপ্ন দেখার ইতিহাস দেখলে। অবশ্য স্বপ্নে কেউ বাসর দেখে না কেবল বাসর রাতের কর্মপদ্ধতি দেখে ! তবুও বাসর রাত বলে কথা। মানুষ পুরো জীবনের সেরা রাত।
১.
২.
৩.
৪.
৫.
৬.
৭.
৮.
৯.
১০.
১১.
১২.
১৩.
১৪.
১৫.
১৬.
১৭.
১৮.
১৯.
২০.
২১.
২২.
২৩.
২৪.
ছবি কৃতজ্ঞতাঃ গুগল মামু
ভাইয়া-আপুরা কার কোনটা পছন্দ মন্তব্যের ঘরে জানিয়া যাবেন।
যারা যারা অতি শিগ্রই বিয়ে করতে চান আর বাসর ঘর সাজাতে চান অনেক সুন্দর করে তারা যোগাযোগ করতে পারেন ঃ
বেড ডেকারসন (বাসর ঘর) ........
যোগাযোগ এই নাম্বার ই ০১৭২২১১৫৫০৯
উৎসর্গ :নোমান নমি ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।