আমাদের কথা খুঁজে নিন

   

যে সকল যুবকের বিয়ের বয়স হয়েছে এবং বিয়ে করতেও ভিতর থেকে তাড়া দিচ্ছে অথচ বাবা-মা বুঝেও না বোঝার ভান করছেন তাদের জন্য কিছু টিপস।

বিয়ে করার কৌশল বিয়ের বয়স হয়েছে, বাবা-মা বুঝেও না বোঝার ভান করছে, নিচের কৌশলগুলো অবলম্বন করে তাদের বুঝিয়ে দিতে পারেন ১. আপনার শোয়ার খাটটা যদি বড় হয় কেটে অর্ধেক করে ফেলুন। কেন কাটছেন এমন প্রশ্ন এলে বলবেন একজন মানুষ এত বড় খাট দিয়ে কী হবে। অথবা সিঙ্গেল খাট হলে একজন মিস্ত্রি এনে ডাবল বানানোর পরামর্শ করুন যেন বাবা মা বুঝতে পারে কেন সিঙ্গেল খাট ডাবলের চিন্তা ভাবনা করছেন। ২. তরকারিতে ঝাল বেশি লবণ কম এ জাতীয় অজুহাত দিয়ে দু এক বেলা না খেয়ে থাকার অভ্যাস করুন। ৩. মাঝে মাঝে কয়েকটা রাত যাযাবর স্টাইলে বাইরে কাটিয়ে দিন। ৪. তুমি আর কত কাজ করবে, তোমার এবার বিশ্রামের প্রয়োজন এ জাতীয় কথা বলে মাকে বুঝিয়ে দিন। একটা পরের মেয়ে ঘরে এলে তোমার কাজগুলো করে দিত। ৫. পাড়ার মেয়েগুলোকে টিজ করা শুরু করে দিন। বাবা-মার কাছে বিচার যাবে তাতে হয়তো উনাদের টনক নড়তে পারে। ৬. পাশের বাসার ভাবির কাছে বার বার নিজের একাকিত্বের কথাও বলতে পারেন, বড় বড় নিঃশ্বাস ছেড়ে !! তাতেও যদি কাজ না হয় তাহলে বুঝবেন, আপনার বাবা-মা এত তারাতারি আপনার অধঃপতন চান না .

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.