আমাদের কথা খুঁজে নিন

   

মাদকাসক্ত এক যুবকের কথা

ঝাপসা লাগে সুখের স্মৃতিগুলো রাত ২ টা। মাত্র বাসায় ফিরলাম। আজও আম্মু আমার জন্য রাত জেগে বসে আছেন। আজ অনেক মাস্তি করলাম, মদ, গাজা খাইছিলাম তাই এখন পিনিকে আছি। রেগুলার খাই, না খাইলে ভালা লাগে না।

আজ মনে হয় একটু বেশিই ধরছে। আম্মুঃ- তর জন্যই বসে আছি, ইদানীং তুই খেতে চাসনা, আজ তোকে আমি নিজ হাতে খাওয়াবো। আমিঃ- না, আমি খামু না, ইচ্ছে হচ্ছেনা। আম্মুঃ- তুই তো এই বছরের কোন ফল খাইলিনা আজ আমি নিজ হাতে তোকে কাঁঠাল খাওয়াবো। আমিঃ- আম্মু যাওতো আমার কিছু ভাল লাগছে না।

আমি ঘুমাতে গেলাম। আম্মুঃ- আমি এখনও খাই নাই , তোর সাথে খাব বলে। আমিঃ- ঠিক আছে আম্মু আমি অল্প খাবো। খাবার টেবিলে........ আম্মুঃ- আমি তো মানুষ, আমাকে কষ্ট দিয়ে কি মজা পাস? যে দিন আমি থাকবো না সে দিন আমার আদর খুঁজবি কিন্তু আমাকে কোথাও পাবি না। আমিঃ- এ সব কথা বাদ দাও তো।

আমি ঘুমাতে গেলাম আমার খাওয়া শেষ। এই হল একজন মাদকাসক্ত যুবকের জীবনের নিয়মিত একটি অংশ। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.