স্বার্থপরতাকে ঘৃণা করি তীব্রভাবে ফেসবুক একটি নামের মধ্যেই আমরা যেখানে পাই অনেকের সংস্পর্শ । কিন্তু ইদানিং এখানে এমন কিছু স্পাম ছড়াচ্ছে যে নিজেদের মান-সম্মান নিয়ে টানাটানির অবস্থা !! গত কয়েকদিন ধরে দেখা যাচ্ছে এখানে কিছু পর্ণো ছবির ভিডিও ছড়াচ্ছে । আমার দেখা এমন তিনটি লিংকের একটি হচ্ছে একটি ক্ষত-বিক্ষত লাশের ছবি বাকি দুটো হচ্ছে পর্ণ ছবি ।
আমরা অনেকে হয়তোবা জানি না যে আসলে কখন যে এগুলো আমাদের প্রোফাইল থেকে ছড়ায় । আমি কিছুক্ষণ আগে ফেসবুকে ঢুকে দেখি আমার এক বন্ধু আমাকে ফেসবুকে মেসেজ লিখে পাঠিয়েছে আমার প্রোফাইল থেকে নাকি এসব পোষ্ট হচ্ছে ।
কিন্তু আমি ঘুণাক্ষরেও এই লিংকে ক্লিক করিনি তাহলে এটা কিভাবে হলো কেন হলো সেটা আমার কাছে এখনো স্পষ্ট নয় !! তাই সবাইকে অনুরোধ আপনাদের সাথেও হতে পারে এমন বিব্রতকর ঘটনা । তাই আগেভাগেই সতর্ক থাকুন ।
এক বড়ভাই আমাকে লিখেছেন তিনি নাকি আমার কাছে এমন কিছু আশা করেন নি !! আরে ভাই , আমি নিজেই তো আমার কাছে এমন কিছু আশা করি নাই আপনি কিভাবে করবেন ??! মেজাজটা এতো খারাপ হয়েছিল যে আমি না পেরে পুরো ফেন্ড লিস্টের সবার ওয়াল চেক করেছি !! বুঝেন তাহলে অবস্থা !!
আমার নিজের ফেন্ডলিস্টে আছেন আমার বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক , কিছু সহ-ব্লগার , আরো অনেক ছোট ভাই-বোন , পরিবারের সদস্য । উনাদের সামনে যদি আপনারাও এমন কোন ঘটনার সম্মুখীন হোন তাহলে ব্যাপারটা ভাবেন ?? কেমন লাগে??
যেভাবে বাঁচা যেতে পারে ??
যদিও অনেকেই বলে এসব লিংকে ক্লিক না করলেই হয় তারপরেও আমার মনে হয় ব্যাপারটা আপনার অগোচরেই হচ্ছে !! কারণ আমি ব্যক্তিগতভাবে একবারও ওই লিংকে যাই নি । এসব লিংক এ ক্লিক করলে আপনার ফেসবুক একাউন্টটি হেক হয়ে যাওয়ার তীব্র সম্ভাবনা আছে ।
কারণ ওইসব লিংকে ক্লিক করলে সেখানে নাকি পাসওয়ার্ড চায় যা আপনার ফেসবুকের পাসওয়ার্ড , তাই ভুলেও এসব লিংকে যাবেন না ।
বাঁচার জন্য বলবো এখানে প্রতিকারের কোন মাধ্যম আমার জানা নেই । তাই " প্রতিরোধের চেয়ে প্রতিকার উত্তম " ভেবে আপনার বন্ধু-মহলে জানিয়ে রাখুন এমন কিছু আপনার প্রোফাইল থেকে হলে উনারা যেনো আপনাকে জানায় । আপনিও উনাদের এভাবেই সাহায্য করুন ।
আর কারো যদি তারপরেও ভুল-বোঝাবুঝি হয় তাহলে আপনার সেই বন্ধুকে সোজা ফেসবুক থেকে কিক-আউট করে দেন কারণ এটা সবার প্রোফাইল থেকেই হচ্ছে যারা নিয়মিত ফেসবুক ব্যবহার করেন ।
হয়তোবা তাদের প্রোফাইল থেকেও যেকোন সময় এই জিনিস ছড়াতে পারে ।
অনেক সময় চ্যাট বক্সে কিছু লিংক আসে কিন্তু আপনার যেই বন্ধুর নামে তা আসল সে হয়তো তখন ফেসবুকেই নেই । তাই আগে দেখুন আপনার বন্ধু আমাকে সম্বোধন করে কি না ?? তারপরে তাঁর লিংকে যান । কারণ এভাবেও ভাইরাস ছড়ায় বলে শুনেছি ।
পরিশেষে নিজের মান-সম্মান বাঁচানোর জন্য ভাবছি ফেসবুক ডি-এক্টিভেট করে দিবো ।
তাঁর আগে কারো কাছে অন্য কোন রকমের সমাধান থাকলে আমাকে জানান প্লিজ । ভালো থাকবেন সবাই । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।