"Life Is a Journey, Not a Destination ― Ralph Waldo Emerson
আজ বিশ্ব জুড়ে পর্ণ ইন্ডাস্ট্রি হল সবচেয়ে বড় ইন্ডাস্ট্রি । আর ভালভাবে বলা যেতে পারে এটি হল "worldwide business empire" । একটি সমীক্ষা অনুসারে ২০০৬ সালে এই ইন্ডাস্ট্রি থেকে প্রাপ্ত সম্পদের পরিমান ছিল $ ৯৭ বিলিয়ন ডলার । এই পরিসংখ্যান থেকে আপনি আন্দাজ করতে পারেন যে আজ এই ইন্ডাস্ট্রি একটি মহীরুহে পরিনত হয়েছে,এবং প্রতিনিয়ত তার ডালপালা বিস্তার করে চলেছে।
এবার কঠিন বাস্তবতার দিকটিতে দৃষ্টি নিক্ষেপ করা যাক।
প্রথমে আসা যাক এই ইন্ডাস্ট্রির লাইফ লাইন পর্ণস্টার দের সম্পর্কে । বর্তমান যুগে পর্ণস্টাররা ক্রমে জনপ্রিয় হয়ে পরছেন, আগে যেখানে এই বিষয় গুলি ছিল আন্ডারগ্রাউনন্ডেড , পর্ণস্টাররা নিজেদের লুকিয়া রাখতেন লোক চক্ষুর অন্তরালে। আজ সেখানে তারা উঠে আসছেন সামাজিক গণমাধ্যম গুলির মাধ্যমে। আর এর মাধ্যমে প্রকাশিত "পর্ণ ইন্ডাস্ট্রি" নামক নরকের আসল স্বরূপ । একটি পরিসংখ্যান বলছে আমেরিকার যেখানে একজন সাধারন মানুষের জীবনের গড় আয়ু ৭৮.১ বছর, সেইখানে একজন পর্ণস্টার এর ৩৭.৪৩ বছর।
এই পরিসংখ্যান টি প্রকাশ পায় যখন ১২৯ জন পর্ণস্টার যারা কিনা ২০ বছরের মধ্যে মারা গিয়েছেন তাঁদের উপরে চলা পরিসংখ্যান থেকে ।
নিচে কতিপয় সেই সকল পর্ণস্টার দের পরিসংখ্যান তুলে দেওয়া হল যারা এই পর্ণ ইন্ডাস্ট্রির বলির শিকার ঃ
একবার ভেবে দেখুন আমাদের বিকৃত লালসার শিকার কি এরা নন। প্রতি নিয়ত আমাদের লালসার শিকার হয়ে এরা বলি হয়ে চলেছেন। ডিমান্ড থাকলে মানুষ কত নিচে নামতে পারে আসা করি আপনাদের সেই বিষয়ে অবগত করার দরকার পরবে না । আজ বেশির ভাগ তথা কথিত পর্ণস্টাররা এক কথাতে বাধ্য হয়ে এই পথে নামছেন, আর বের হয়ে আসছে তাঁদের লাশ।
এবার জানুন সেই সকল পর্ণস্টারদের মুখে তাঁদের যন্ত্রণাময় জীবনের কিছু কথা।
এখানে কেবল মাত্র লিঙ্ক শেয়ার করা হল :
Ex-Porn Star Tells the Truth About the Porn Industry
pinkcross-blogs
নতুন গবেষণার ফলে এটা প্রমানিত যে এই পর্ণ এর প্রতি আমাদের আকর্ষণ আমদের স্বাভাবিক সেক্স লাইফ কে ব্যাহত করতে পারে।
সবশেষে একটা কথা বলি এই প্রকার সামাজিক ব্যাধি গুলি কে সম্পূর্ণ ভাবে নির্মূল না করা গেলেও তাকে আমরা অন্তত নিয়ন্ত্রন তো করতে পারি। তাই আপনাদের কাছে আমার অনুরোধ আসুন আমরা অন্তত নিজেদের এবং নিজেদের সমাজ কে এই ব্যাধি থেকে মুক্তি পেতে সাহায্য করি।
ইন্টারনেট পর্ণ থেকে নিজেদের বাঁচাতে নিচের লিঙ্কএ সারাসরি ক্লিক করুন।
ইন্টারনেট এর দূষণ থেকে নিজে এবং নিজের পরিবার কে বাঁচান । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।