বিগত বছরগুলোতে বিজ্ঞান এবং প্রযুক্তিতে অভূতপূর্ণ সাফল্য ও অগ্রগতির ফলে সমগ্র বিশ্বের মানব জীবন যাত্রায় অভাবনীয় পরিবর্তন নিয়ে এসেছে। আধুনিক স্থাপত্য শিল্পেও বিজ্ঞান এবং প্রযুক্তির প্রভাব কম নয়। বহুতল বিশিষ্ট বিশাল অট্টালিকা , মনোমুগ্ধকর ও দৃষ্টিনন্দন স্থাপনা এসবই বিজ্ঞান এবং প্রযুক্তির অবদান। যদি আমরা আধুনিক স্থাপত্য শিল্প রেখে ফেলে আসা প্রাচীন যুগের স্থাপত্য শিল্পের দিকে তাকাই, তখনতো আজকের মত বিজ্ঞান ও প্রযুক্তি ছিল না কিন্তু তার মানে এই নয় যে সেই যুগে কোনো স্থাপনা সৃষ্টি হয়নি। এখনো প্রচীন কালের সৃষ্টি এমন কিছু স্থাপনা আছে যেগুলো হাজার হাজার বছর ধরে কালের সাক্ষী হয়ে এই পৃথিবীতে দাড়িয়ে আছে যার গুনগত মান ও স্থায়িত্ব আধুনিক স্থাপত্যশিল্পের মান ও স্থায়িত্বকে অনায়াসে প্রশ্নবিদ্ধ করতে পারে।
১. জোসারের পিরামিড
ফেরাউন জোসার এর মৃত্যুর পর অর্থাৎ আজ থেকে ৪৭০০ বছর পূর্বে এই স্থাপনাটি নির্মান করা হয়েছিল। ভবনটি বিশ্বের প্রাচীনতম পাথর কেটে নির্মান করা হয়েছিল।
২. নেভেতা দে টুডোন, স্পেন
১৯৭৫ সালে স্পেনের মেনর্কা দ্বীপপুঞ্জে ৩২০০ বছর পূর্বে নির্মিত এই সমাধিস্তম্ভ আবিষ্কৃত হয়। প্রাচীনকালে ব্যবহৃত মূল্যবান অলংকার ব্রোঞ্জের ব্রেসলেট ও সিরামিকের তৈরী বোতামসহ একশত মৃতদেহের সন্ধান পাওয়া যায় এই সমাধিতে ।
৩. নিউগ্রেঞ্জ, আয়ারল্যান্ড
এটি একটি প্রাগৈতিহাসিক স্মৃতিস্তম্ভ যা আয়ারল্যান্ডের ইতিহাসে সবচেয়ে প্রাচীনতম স্থাপনা ।
এই স্থাপনাটি আনুমানিক ৫১০০ বছর পূর্বে নির্মান করা হয়েছিল।
৪.কারোল, পেরু
পেরুর এই প্রাচীন বৃহৎস্থাপনাটি এখনও অবধি আমেরিকার প্রাচীনতম স্থাপনা হিসেবে গন্য করা হয়ে থাকে। এই স্থাপনাটি নির্মান করা হয়েছিল আজ থেকে ৪৬০০ বছর আগে ।
৫. ট্রেজারী অফ এত্রেউশ. গ্রীস ।
এই সমাধিস্তম্ভ আজ থেকে ৩২৫০ বছর পূর্বে অর্থাৎ ব্রোঞ্জ যুগে নির্মান করা হয় ।
পানথেওন শিল্প-স্থাপত্য সৃষ্টির পূর্বে হাজারো বছর ধরে এই সুউচ্চ গুম্বজ ধারণকারী অট্টালিকাকে পৃথিবীর সর্ববৃহৎ সমাধিস্তম্ভ বলে বিবেচনা করা হত।
৬. ম্যাগালিথিক টেম্পল অফ মাল্টা।
এই উন্মুক্ত স্থাপনাটি সে যুগে ধর্মীয় উপসনালয় হিসেবে ব্যবহার করা হত এবং ভবনটির নির্মান কাল ৩৫০০ থেকে ২৫০০ খ্রিস্টপূর্বাব্দে। বর্তমানে ভবনটিকে বিশ্বের সবচেয়ে পুরাতন উপসনালয়গুলোর মধ্যে অন্যতম একটি হিসেবে গন্য করা হয়।
৭. হুলবারগ জেতেস্তিউ, ডেনমার্ক
এই সমাধি স্থাপনাটি নির্মান করা হয়েছিল প্রায় ৫ হাজার বছর পূর্বে।
এই সমধি আবিষ্কার কালে সেখানে ৪০টি নর কঙ্কালএর সন্ধান মেলে এবং কয়েকটি কঙ্কালের দাঁত পরীক্ষানিরীক্ষা পর প্রথম দাঁতের চিকিৎসা সংক্রান্ত কিছু কাজের উদাহরণও পাওয়া যায়।
Click This Link target='_blank' >৮. ন্যাপ অফ হোওয়ার, স্কটল্যান্ড।
বাস্তবিকপক্ষে এটি একটি খামারবাড়ির মূল অংশ এবং একে ইউরোপের প্রাচীনতম পাথরের বাড়ি হিসেবে গন্য করা হয়ে থাকে। এই বাড়ির নির্মান কাল ৩৫০০-৩১০০ খ্রিস্টাব্দে অর্থাৎ ৫৫০০ বছর পূর্বে।
৯. মোন্টে দে একর্দ্দী, ইটালিয়া।
এই স্থাপনাটি ৫২০০ থেকে ৪৮০০ বছর পূর্বের মধ্যবর্তী কোনো এক সময়ে নির্মান করা হয়েছিল। এটি একটি মন্দির বা বেদী এবং আশ্চর্যজনক পদ্ধতিতে এই স্থাপনকে সংরক্ষণ করে রাখা হয়েছিল।
১০. টম্ব অফ কিং , সুইডেন ।
অস্বাভাবিক বৃহৎ এই সমাধি স্থাপনাটি নির্মান হয়েছিল নর্ডিক ব্রোঞ্জ যুগে। ধারণা করা হয় এটির নির্মান কাল ছিল আজ থেকে ৩ হাজার বছর পূর্বে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।