আমি নাই। গোলাপ গাছের পাঁচটি ফুল
আমরা পাঁচ ভাইবোন,
এক সুতোঁয় বাঁধা আমরা
গল্প মোদের শুন।
পাঁচটি ফুলের প্রথম জনম
সুরভিত ফুল,
ফুটন্ত ফুলটি জুনাইদ
যায় না তাকে ভূল।
সে থাকে প্রতিভার খোঁজে
পৃথিবীর বিদ্যাপীঠে,
তার প্রতিভার সৃষ্ট লেখায়
পাঠকরা পায় যে মিঠে।
দ্বিতীয় সুগন্ধি ফুলটি কে সে?
সে হল শিহাব,
সাংবাদিকতায় জনপ্রিয়তা
নাই কোন হিসাব।
চির বন্ধনের ফুল তায়েবা
বিয়ের ঝরে যায় পড়ে,
সে হল মোদের তৃতীয় ফুল
তাকে ভূলি কি করে?
ভাইদের ছোট্ট ভাইটি রেজা,
চতুর্থ বলে জানি,
কাজে-কর্মে কর্মঠ সে যে
এ কথা সবাই মানি।
সবার ছোট্ট বোনটি মোদের
সে তীক্ষ্ণ বুদ্ধির রাণী,
ফাহিমার নাম দিয়ে হল
শেষ পাঁচটি ফুলের বাণী।
গোলাপ গাছের পাঁচটি ফুল
আমরা পাঁচ ভাইবোন,
এক সুতোঁয় বাঁধা আমরা
গল্প মোদের শুন।
পাঁচটি ফুলের প্রথম জনম
সুরভিত ফুল,
ফুটন্ত ফুলটি জুনাইদ
যায় না তাকে ভূল।
সে থাকে প্রতিভার খোঁজে
পৃথিবীর বিদ্যাপীঠে,
তার প্রতিভার সৃষ্ট লেখায়
পাঠকরা পায় যে মিঠে।
দ্বিতীয় সুগন্ধি ফুলটি কে সে?
সে হল শিহাব,
সাংবাদিকতায় জনপ্রিয়তা
নাই কোন হিসাব।
চির বন্ধনের ফুল তায়েবা
বিয়ের ঝরে যায় পড়ে,
সে হল মোদের তৃতীয় ফুল
তাকে ভূলি কি করে?
ভাইদের ছোট্ট ভাইটি রেজা,
চতুর্থ বলে জানি,
কাজে-কর্মে কর্মঠ সে যে
এ কথা সবাই মানি।
সবার ছোট্ট বোনটি মোদের
সে তীক্ষ্ণ বুদ্ধির রাণী,
ফাহিমার নাম দিয়ে হল
শেষ পাঁচটি ফুলের বাণী। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।