বিকেল সোয়া পাঁচটায় সায়েন্সল্যাবের কাছটায় তোমার সাথে দেখা হলো ফুটপাথের মাঝটায় গ্রহন শুরু হতে তখন ছিলো কিছু বাঁকি তুমি আড়াল হয়ে আমায় চাইলে দিতে ফাঁকি কিন্তু তখন ফু্টপাথে ভীড় ছিলোনা মোটে ... দাঁড়িয়ে ছিলে রাস্তা চেয়ে বাসটা কখন জোটে পেরিয়ে গেলাম সবার মতো হলো চোখা-চোখি আমরা এখন নিজে নিজেই অনেক বেশি সুখী একটু পরে লাগলো গ্রহন জ্যোস্না মাখা চাঁদে, মনের ঘরের বারান্দা, ব্যালকনি আর ছাদে। হেঁটে হেঁটে আসছি ফিরে হলের ঠিকানায় তোমার বাসও চলছে ছুটে চেনা অজানায়…… (০৯/১২/২০১১)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।