তোমার প্রয়োজনে তুমি চড়ে আস রাজহংসি বাহন,
তোমার প্রয়োজনে তুমি হাসছ যেন রাবন।
তোমার প্রয়োজনে তুমি লক্ষী বীণার হাসি,
তোমার প্রয়োজনে তুমি নীরোর হাতে বাঁশী।
তোমার প্রয়োজনে আমি ছুটেছি অনেক রাশি,
আমার প্রয়োজনে তুমি দাওনিকো ঝেড়ে কাঁশি।
দুপুর গড়িয়ে বিকেল বিকেল গড়িয়ে সন্ধ্যে
বললে আসছি আসি,
এতগুলো চোখ এতগুলো মুখ আমায় দেখে তখন
দিচ্ছিল মুচকি হাসি।
সূর্যের গায়ে গ্রহন দেখে সেদিন
হেসেছিল কেউ কেউ,
চন্দ্রের গায়ে গ্রহন দেখে আজ
কাঁদবে নাতো কেউ?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।