গ্রহন সীমানায়
-----------------
ভালোবাসার আহ্নিক আকাশে ধীরশক্তি হয়ে থাকে
স্মৃতিচিহ্নগুলো, একক শিলালিপি দৃশ্য
গ্রহের ভেতরে লীন হতে হতে
হারিয়ে যায় গ্রহন সীমানায়|
দাঁড়ানো দূরের ছায়া অত:পর কাছে আসে,
মননের শিল্পসমগ্রই হয়ে উঠে মানুষের ধ্রুব সঞ্চয়|
হাত বাড়িয়ে দিলে আমরা তা ছুঁতে পারি
স্পর্শের হিমে
জমে থাকা বরফ গলে মাটির মুঠোয়
প্রমিক-প্রেমিকা খুঁজে ছায়া কালের অসীমে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।