এগিয়ে যেতে চাই নিজের চেস্টায় এবং যিনি সৃষ্টি করেছেন কারও করুনায় নয় ১.As/since/because থাকলে independent clause কারণ এবং dependent clause এ ফলাফল নির্দেশ করে । As/since/because সাধারণত বাক্যের শুরুতে হবে । উদাহরণ:As he was sick,he could not attend the meting.
2.Would rather এর পর verb base form হয় এবং পরে than বসে । উদাহরণ:She would rather leave than stay here.
3.ক.Since:নির্দিষ্ট সময় বুঝাতে Since ব্যবহৃত হয় ।
উদাহরণ: We have been living here since 1970.
খ.Independent clause টি present tense এ থাকলে dependent clause টি past indifinite এ হবে ।
উদাহরণ: She has been alone since her husband died last year.
গ.Independence clause টি past tense এ থাকলে dependent clause টি past perfect হবে । উদাহরন:They suffered much since flood had destroyed their village.
4.So that/In order thatথাকলে can/could,may/might এবং verb base form বসে ।
৫.Spelling Mistake:Cemetery,Commentary
৬.ত্রিভূজের মধ্যমাদ্বয়ের সমবিন্দু--ভরকেন্দ্র ।
৭.ত্রিভূজের বাহুদ্বয়ের লম্বদ্বিখন্ডক -পরিকেন্দ্র
৮.ত্রিভূজের কোনের সমদ্বিখন্ডক --অন্তকেন্দ্র
৯.বহুভূজের সূত্র-(2n-4)(90 ডিগ্রি)
১০.স্বাধীনতা যুদ্ধে নৌ-বাহিনীর অভিযানের নাম --অপরেশন জ্যাকপট
১১.বাংলাদেশ জাতিসংঘের সদস্য পদ লাভ করে --১৯৭৪ সালের ১৭ ই সেপ্টেম্বর (প্রথম সদস্যপদ পায় কমনওয়েলথ এর ১৯৭২ সালে)
১২.বর্তমানে দেশের মোট মন্ত্রণালয় --৪১ টি (রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কার্যালয় সহ)
১৩.সর্বশেষ উপজেলা --তারাকান্দা,ময়মনসিংহ
১৪.রংপুর বিভাগে মোট জেলা -৮ টি (ঢাকা বিভাগে -১৭ টি জেলা )
১৫.মুক্তিযুদ্ধে প্রথম শত্রুমুক্ত জেলা --যশোর
১৬.মুক্তিযুদ্ধে বীরপ্রতিক খেতাব প্রাপ্ত দুই জন নারী --১.ক্যাপ্টেন সেতারা বেগম(কিশোরগঞ্জ),২.তারামন বিবি (কুড়িগ্রাম)
১৭.বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (ICC) এর সদস্য পদ লাভ করে -১৯৭৭ সালে ।
১৮.বাংলাদেশ অলিম্পিকের সদস্য পদ লাভ করে --১৯৮০ সালে
১৯.শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয় --১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারী
২০.শেখ মুজিবুর রহমানকে জাতির জনক উপাধি দেওয়া হয় --১৯৭১ সালের ৩ মার্চ ।
২১.আগরতলা মামলা করা হয় -১৯৬৮ সালের ৩ জানুয়ারী এবং প্রত্যাহার
করা হয় ১৯৬৯ সালে ।
২২.দ্বৈত শাসন ব্যাবস্থা প্রবর্তন করেন -লর্ড ক্লাইভ (১৭৬৭ সালে )
২৩.ফোর্ট উইলিয়াম দূর্গ প্রতিষ্ঠিত হয় -১৬৯৮সালে
২৪.ভারতবর্ষে প্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন --মোহাম্মদ ঘুরি
২৫.তরাইনের প্রথমযুদ্ধ হয় --১১৯১(ঘুরি পরাজিত হয়) সালে এবং দ্বিতীয় যুদ্ধ হয়(চৌহান পরাজিত হয় ) -১১৯২ সালে ।
২৬.পাল বংশের প্রতিষ্ঠাতা --গোপাল এবং শ্রেষ্ঠ রাজা --ধর্মপাল ।
২৭.সেন বংশের প্রতিষ্ঠাতা -হেমন্ত সেন ।
২৮.জাতীয় সংসদের ৩০০নং আসন --বান্দরবন
২৯.নজরুলের চল্ চল্ চল্ --সর্বপ্রথম শিখা পত্রিকায় প্রকাশিত হয় ১৯২৮ সালে ।
৩০.জাতীয় সংগীতের চরণ প্রথম প্রকাশ হয় --বঙ্গদর্শন পত্রিকায় ১৯০৫সালে ।
৩১.পাট গবেষনা কেন্দ্র অবস্থিত --মানিকগঞ্জ ।
৩২.কর্নফুলি নদীতে বাঁধ দিয়ে(কাপ্তাই) বিদ্যুৎ উৎপাদন শুরু হয়--১৯৬২ সালে (২৩০ মেগাওয়াট)
৩৩.বাংলাদেশের সবচেয়ে বড় সার কারখানা --যমুনা (জামালপুর)
৩৪.মগ উপজাতি বাস করে--বান্দরবন
৩৫.সবচেয়ে কম জনসংখ্যা --বান্দরবন জেলায় এবং বেশি --ঢাকায়
৩৬.বর্তমানে দেশের জনসংখ্যা বৃদ্ধির হার --১.৩৪ %
৩৭.লালসালু চলচ্চিত্রের পরিচালক-তানভীর মোকাম্মেল
৩৮.চাকা চলচ্চিত্রের পরিচালক--মোরশেদুল ইসলাম
৩৯.ভাটিয়ালী --ময়মনসিংহ অঞ্চলের গান
৪০.দিবা-রাত্রি সমান--২১শে মার্চ এবং ২৩ সেপ্টেম্বর
৪১.বড়দিন ছোটরাত্রি--২১ জুন
৪২. ছোটদিন বড়রাত্রি -২২ডিসেম্বর
৪৩.টাঙ্গুয়ার হাওড়--সুনামগঞ্জে
৪৪.হাকালুকি হাওড়--মৌলভীবাজার
৪৫.ধলেশ্বরী,বুড়িগঙ্গা--যমুনার শাখা নদী
৪৬.মেঘনার উৎপত্তি--আসামের লুসাই পাহাড়
৪৭.যমুনা ও ব্রহ্মপুত্র --কৈলাস শৃঙ্গের মানস সরোবর থেকে
৪৮.পদ্মা --হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে
৪৯.সুরমা ও কুশিয়ারা মিলিত হয়েছে--হবিগঞ্জের আজমিরিগঞ্জ
৫০.পদ্মা ও যমুনার মিলিত স্থান--গোয়ালন্দ এবং পদ্মা ও মেঘনার মিলিত স্থান--চাঁদপুর ।
তথ্যগত ভুল থাকলে দু:খ প্রকাশ করছি । সঠিকটি জানা থাকলে জানাবেন ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।