ব্যক্তিগত প্যাচাল পছন্দ না হলে বের হয়ে যান আমার ব্লগ থেকে। :) যারা সরকারী চাকুরীর জন্য অনার্স/মাস্টার্স শেষ করে বিসিএস জন্য বাব বার চেষ্টা করে ব্যারথ হচ্ছে তারায় জানে কষ্টটা কোথায়। চোখের সামনে হেন তেন পোলাপানকে যখন বিসিএস পাশ করতে দেখে কোটা দিয়ে,তারায় বোঝে কষ্টটা কোথায়।
ব্লগে আমি মনে করি অর্ধেকের ও কম যারা অনার্স বাঃ মাস্টার্স শেষ করেন নাই। এরা চাকুরীর যুদ্ধে এই মুক্তিজদ্ধা কোটার খারাপ দিক জানেও না কিন্তু ব্লগে মুক্তিযোদ্ধাদের বিপক্ষে কিছু বললেই তার গুষ্টি উদ্ধার করতে চেষ্টা করে আর ভাবে আমি মহান দেশপ্রেমিক।
আরও আছে বাপ মায়ের লিংকএর জোরে কর্পোরেট জগতে ক্যারিয়ার গড়ে,এরাও গুষ্টি উদ্দার করতে পারলেই ভাবে,আমি কত্ত বড় দেশপ্রেমিক।
আর আছে কিছু আওয়ামীলীগের দালাল,যারা দেশের থেকে দলকে বড় ভাবে। যারা কোটা সুবিধা নেয় তারা তো আছেই।
বিএনপি আর জামাতের মাঝেও আছে সুবিধাবাদি কিছু যারা ছুপ থাকে।
আর কত রে ভাই,আমাকে তোরা রাজাকার বল,ছাগু বল,যা খুশি বল।
এই বালের কোটার কারনেই মুক্তিযোদ্ধাদের (সবাই না) আমি এখন সম্মান আগের মতো দিতে পারি না।
আরে দেশের জন্য যুদ্ধ করছে বলে কি তাদের সন্তার আর নাতি নাতনিদের কাছে দেশ নিজের হয়ে গেছে নাকি!!!
আপনারা কি আসলেই মনে করেন,এই কোটার মাধ্যমে তাদের কোন উপকার হচ্ছে নাকি চোখ ভুলানো কাজ হচ্ছে???
একটি প্রস্তাবঃ
নাতি নাতনিদের সুযোগ দেয়া হইছে। এখন মুক্তিযোদ্ধাদের জামাই,নাত-জামাইদের ও সুযোগ দেয়া হোক।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।