আমাদের কথা খুঁজে নিন

   

কাছের মানুষ (জীবনসঙ্গী) যখন বিশ্বাসঘাতকতা করে.......

সম্ভাব্য সকল দৃষ্টিকোণ থেকে দেখতে চাই .......... একজোড়া আদর্শ দম্পতির কথা বিবেচনা করি যারা সবদিক দিয়াই সুখী,এবং একজনের প্রতি আরেকজনের ভালবাসার বিশুদ্ধতা যেখানে প্রশ্নাতীত। পারিপার্শ্বিক পরিস্থিতির কারনে (জীবনসঙ্গীর দায় ব্যাতিত) এদের কেউ একজন বিশ্বাসঘাতকতা করলে অপরজনের প্রতিক্রিয়ার ধরন ও প্রকাশের গভীরতা তার জীবনসঙ্গীর প্রতি ভালবাসার গভীরতার উপর নির্ভর করে এবং এর প্রকাশ দুই রকম হতে পারে : (১) বিশ্বাসঘাতকতার যন্ত্রনা সহ্য করতে না পারায় আত্মহত্যা করতে পারে,অথবা (২) বিশ্বাসঘাতক কে খুন বা আহত করতে পারে, যিনি উপরের দুইটি প্রতিক্রিয়ার কোন একটি করে বসবেন তিনি মানসিকভাবে আদৌ অসুস্থ্য কিনা বা হলে সেটি কোন পর্যায়ের সেটি মনোবিজ্ঞানীরা সঠিক বলতে পারবেন,তবে আমাদের উচিত হবে যেসব ঘটনা পারস্পরিক বিশ্বাসে ফাটল ধরায় সেসব এড়িয়ে চলা অথবা ভুলবোঝাবুঝির সৃষ্টি হলে আলোচনার মাধ্যমে সেটি দূর করা,আর সেটি সম্ভব না হলে সেপারেশনে চলে যাওয়া। উপরের আদর্শ দম্পতির স্কেল টিকে প্রয়োজনমত উপর নিচে/ডাইনে বায়ে এডজাস্ট করে রুমানা-মন্জুর এর নিচের ছবিটির মূল্যায়ন করা যেতে পারে......... সম্ভাব্য ট্যাগিং এর আশংকা সত্ত্বেও পোস্টটি প্রকাশ করলাম,আগ্রহি পাঠকের সুবিচার আশা করছি। কান্টি টুটুল ১০ ই ডিসেম্বর, ২০১১ কৃতজ্ঞতা : রুমানা-মন্জুর এর ছবিটি "দিকভ্রান্ত একা" ভাই এর ব্লগ থেকে নেয়া।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।