কবিতার ছেলে।
প্রেম তুমি স্বর্গ থেকে এসে
রোদেলা হাওয়ায় আমায় নিয়ে ভেসে-
যাও গো কোথায় মেঘের ও কোন দেশে
চোখের কোণে মিষ্টি হাসি হেসে।
কৃষ্ণচূড়ার ডালের যত লাল
বসন্ত শেষে যখন গ্রীষ্ণকাল,
সেই লালেতে রঙীন করে মন
মেঘের দেশে উড়াও সারাক্ষন।
প্রেম তুমি স্বর্গ থেকে এসে
নাহোক না হয় সুশ্রী পরীর বেশে-
উড়াও তবু আমার ভাংগা পাল
হৃদয় মাঝে বুনাও স্বপ্নজাল।
যখন আমি উদাসী এক কবি
চোখে শুধুই প্রিয়ার প্রতিচ্ছবি
তুমি তখন চিত্রায়িত খাতা;
রাঙাও আমার কবিতা লিখার পাতা।
প্রেম তুমি উদিয়মান রবি
পালায় মনের যত অন্ধকার,
বিবেক মাঝে জাগাও আলোর প্রদীপ
ভাবাও শুধু তোমায় বারংবার।
দূর আকাশে পাখির উড়ে চলা
নিজের সাথে নিজের কথা বলা
প্রেম তুমি সাগর পাড়ের ঢেউ
হয়ত তুমি অনেক কাছের কেউ।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।