আমাদের কথা খুঁজে নিন

   

কাছের মানুষ

দিন শেষে আমার একলা পাখি

হৃদয় জুড়ে তৃষ্ণা কাঁপে প্রেম দিবে কই তা না, চোখের ভাষা সম্মতি দেয় মুখে বলছ না না। লাজুক মুখে আবেগ ভরা দৃষ্টি ছিল, ফলে, নাকের ডগায় ঘাম জমেছে ঢেউ খেলে বুক জলে। মন মানে না নিষেধ মানা মন পেলে মন সুখি, গায়ে মাটির গন্ধ শুকে দাঁড়াই মুখোমুখি। হাত বাড়িয়ে আদর করি চোখ বুঝে চাঁদ তারা, বলছো-`পাজি ওসব করে কাছের মানুষ যারা'।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।