model :Urmee
photo : taher manik/// bhorer kagoj fashion 11-12-2011
issue ( every sunday a week )
View this link Bhorer Kagoj Fashion
ইমো হচ্ছে ইংরেজী গানের একটা জেনার যেটাতে সংমিশ্রণ ঘটেছে একই সাথে পাংক এবং ইন্ডি রকে'র। পাংক কে মডিফাই করেই ইমো নামক প্রচলিত স্টাইলের সূচনা। এখন ইমো শুধুমাত্র ইংরেজী গানের একটি জেনারই নয় এটা এখন পৃথিবী জ্ুেড় প্রচলিত একটি স্টাইল। ইমো গানের মূল বৈশিষ্ট্য হচ্ছে ইন্ডির মত হার্ডকোর গান না এটা সফটকোর রক মিউজিক। এর লিরিক্সও লেখা হয় ইমোশনাল কথাবার্তা নিয়েই।
ইমো স্টাইল এসেছে অনেকটা পাংক থেকে কিছুটা গথিক থেকে। তবে কোনোটার সাথেই এর বিশেষ কোনো মিল ছাড়া তেমন কোনো মিলই নেই। ইমো ছেলে অথবা মেয়ে যে কেউই হতে পারে, তবে ইমো কেউ চাইলেই হতে পারে না, এটাই হচ্ছে সমস্যা। ইমো ব্যাপারটা পুরোপুরি প্রাকৃতিক ভাবে আসে একজনের ভিতরে। যারা ইমোশনাল তারা নিজেদের ইমো বলে নিজেদের দাবী করতে পারে ইমো টাইপ গেট আপ নিয়েই, কিন্তু রিয়েল ইমো যারা তাদের স্বভাব চরিত্রের ভিতরেই "ইমো" ব্যাপারটা ফুটে উঠে আলাদা করে প্রকাশ করার প্রয়োজন হয় না।
তবুও
কিভাবে ইমো সাজে ফুটিয়ে তোলা যায় তা নিয়েই প্রচ্ছদ- এছাড়া আরো অনেক কিছু.. ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।