আমি এক স্বপ্ন ভোলা Sehwag* c sub (A Martin) b Pollard 219 149 25 7 146.97 শচীন টেন্ডুলকারের ওয়ানডেতে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড ভেঙে দিয়েছেন তারই স্বদেশী বীরেন্দর শেবাগ। গত বছরের ফেব্র“য়ারিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেন্ডুলকারের করা ২০০ রানের চেয়েও ১৯ রান বেশি করেছেন তিনি।
বৃহস্পতিবার ইন্দোরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চতুর্থ ওয়ানডেতে ১৪৯ বলে খেলা শেবাগের ২১৯ রানের অসাধারণ ইনিংসটি সাজানো ছিলো ২৫টি চার ও ৭টি ছক্কায়।
মহেন্দ্র সিং ধোনির অনুপস্থিতিতে অধিনায়কত্ব করা শেবাগের রেকর্ড-ভাঙা ইনিংসের সৌজন্যে ৫ উইকেটে ৪১৮ রান করেছে ভারত। ওয়ানডেতে এটাই ভারতের সর্বোচ্চ সংগ্রহ।
তাদের আগের সর্বোচ্চ সংগ্রহ ছিলো ৪১৪ রান, ২০০৯ সালে শ্রীলঙ্কার বিপক্ষে।
শেবাগের দুর্দান্ত ইনিংস ছাড়াও গৌতম গম্ভীর (৬৭) ও সুরেশ রায়নার (৫৫) ফিফটি বিশাল সংগ্রহ গড়তে সাহায্য করেছে স্বাগতিকদের।
এই সিরিজে আগের তিন ম্যাচে রান পাননি শেবাগ। এই তিন ম্যাচে তার সংগ্রহ ছিলো ২০, ২৬ ও ০। সোমবার তৃতীয় ওয়ানডেতে তো আউট হয়ে যান প্রথম বলেই।
তিন দিন আগের ঐ ব্যর্থতাই হয়তো বৃহস্পতিবার ইন্দোরের হলকার ক্রিকেট স্টেডিয়ামে তাতিয়ে দিয়েছে শেবাগকে।
৪১ বলে তিনটি চার ও চারটি বিশাল ছক্কায় প্রথম অর্ধশতকে পৌঁছান শেবাগ। ৭টি চার ও একটি ছক্কাসহ পরের অর্ধশতক করেন মাত্র ২৮ বলে। তাই ৬৯ বলেই পৌঁছে যান শতকে।
তৃতীয় অর্ধশতক করার সময় অবশ্য বেশ সাবধানী ছিলেন শেবাগ।
তাই ১০০ থেকে ১৫০ রানে যেতে ৪৩ বলে খেলতে হয় তাকে। এ সময় ৬টি চার মারলেও কোনো ছক্কা আসেনি তার ব্যাট থেকে। তবে চতুর্থ অর্ধশতক অর্থাৎ জীবনের প্রথম ওয়ানডে দ্বি-শতক করার সময় রীতিমতো ঝড় তোলেন তিনি। তাই আর মাত্র ২৮ বল খেলে ৭টি চার ও একটি ছক্কাসহ পৌঁছে যান দ্বি-শতকে। সেই সঙ্গে ভেঙ্গে দেন টেন্ডুলকারের রেকর্ডও।
সেই মাহেন্দ্রক্ষণটির জন্ম ইনিংসের ৪৪তম ওভারে। আন্দ্রে রাসেলের করা ওই ওভারের শুরুতে ১৯৬ রান নিয়ে খেলছিলেন শেবাগ। প্রথম বলে লেট-কাট করে এক রান নেন। পরের বলে রবীন্দ্র জাদেজা ক্যাচ তুলে দিলেও তাতে হতোদ্যম হননি শেবাগ।
ওই ওভারের তৃতীয় বলে কাট করে পয়েন্ট দিয়ে বলকে সীমানা পার করে টেন্ডুলকারকে পেছনে ফেলেন তিনি।
সেটি ছিলো শেবাগ ইনিংসের ১৪০তম বল।
অবশ্য ব্যক্তিগত ১৭১ রানে রবি রামপলের বলে ড্যারেন স্যামিকে সহজ ক্যাচ দিয়েছিলেন তিনি। কিন্তু তা ধরতে পারেননি ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।