ঃঃঃঃ চল বহুদূরে...নির্জনে আড়ালে লুকোই...ঃঃঃ নিজের নাড়ি ছেড়া ধন ১৯ মাসের শিশ পৃত্রকে গরম পানিতে চুবিয়ে মারার অপরাধে টরেন্টোর এক আদালত মিলিসা আলেকজান্ডার (২৬) নামের এক নারীকে গত বুধবার ১১ বছরের কারাদণ্ড দিয়েছেন। আদালত সূত্রে জানা যায়, ২০০৭ সালের ১১ সেপ্টেম্বর দুপুরে শিশুপুত্র মিগুয়েল ফার্নান্দেজকে বাথরুমের হট টাবে ডুবিয়ে রাখেন মা মিলিসা আলেকজান্ডার। এতে মিগুয়েলের শরীরের ৪০ ভাগ অংশই দগ্ধ হয়। সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে শিশুটির মা মিলিসা তাত্ক্ষণিকভাবে অ্যাম্বুলেন্স না ডেকে শুধু তুলার ব্যান্ডেজ দিয়ে শিশুটিকে রেখে দেয়। এরপর রাত দুইটার দিকে মিলিসা ফোনে পুলিশকে জানান, তাঁর শিশুপুত্র মৃতপ্রায়। সরেজমিন তদন্তে মিলিসার কথাবার্তা অসংলগ্ন মনে হয় পুলিশের কাছে। পরে দীর্ঘদিন পুলিশের নজরদারিতে থাকার পর ২০০৮ সালের ফেব্রুয়ারি মাসে মিলিসাকে গ্রেপ্তার করে পুলিশ। টরেন্টো আদালতের বিচারক অ্যান মলি মিলিসাকে ১৫ বছরের কারাদণ্ড দেন। কিন্তু মিলিসার বয়স ও তাঁর পক্ষের আইনজীবীদের অনুরোধে তাঁর দণ্ড কমিয়ে ১১ বছরে আনা হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।