আমাদের কথা খুঁজে নিন

   

ছাগলের ৩ নম্বর বাচ্চা আমরা !!! আর আমাদের লাফালাফি ???

তাশফী মাহমুদ আজকে প্রথম আলোতে একটা খবর ছাপা হয়েছে ,বিনোদন পাতাতে, খবরটা এরকম যে-- ---------------------------------------------------------------------------------- হিং ও টিংয়ের মা-বাবা হৃদি-লিটু একই সঙ্গে ছেলে ও মেয়ের মা-বাবা হলেন অভিনয়শিল্পী হৃদি হক ও লিটু আনাম। তাঁরা ছেলের নাম রেখেছেন হিং আর মেয়ের নাম টিং। গতকাল সোমবার সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে হূদি হকের অস্ত্রোপচার করা হয়। যমজ সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর হূদিকে নিয়ে যাওয়া হয় হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ)। অবস্থার উন্নতি হওয়ায় আজ মঙ্গলবার সকালে হূদি হককে কেবিনে স্থানান্তর করা হয়েছে।

চিকিৎসক সূত্রে জানা গেছে, মা এবং তাঁর সন্তানদের অবস্থা এখন যথেষ্ট ভালো। আজ-কালের মধ্যেই তাঁরা বাসায় ফিরে যেতে পারবেন। হৃদি ও লিটু জানান, যমজ সন্তানের মা-বাবা হওয়ায় তাঁরা যথেষ্ট আনন্দিত। লিটু আনাম দীর্ঘদিন অভিনয় করছেন। আর হৃদি হক অভিনয়ের পাশাপাশি নাটক লেখা এবং পরিচালনার সঙ্গেও জড়িত আছেন।

হৃদির বাবা ইনামুল হক ও মা লাকি ইনাম বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব। সুত্র--View this link ---------------------------------------------------------------------------------- খবর হলো জে আমাদের এক টিভি তারকা দম্পতি এর বাচ্চা হয়েছে এবং তাদের নামকরণ হয়েছে। সে যাই হোক, বাচ্চা হওয়া আর তার নামকরণ নিয়ে কিছু আতি উতসাহী ভক্ত বাঙ্গালী শুরু করেছে লাফালাফি, যার প্রমাণ প্রতিবেদিনটির নিচের মন্তব্য---- ১)Belal ২০১১.১২.০৬ ১৪:৪৫ এই কি মুসলমানের নাম নাকি বাংগালির নাম। মনে হয় চায়নিজ নাম। ২)shamim ২০১১.১২.০৬ ১৪:৪৯ দুনিয়ায় আর কি নাম ছিল না ৩)এছলাম সরকার ২০১১.১২.০৬ ১৫:০৩ @Belal, আপনার উদ্বেগের জবাবে জানাচ্ছি, এটি চৈনিক নাম নয়।

বাংলাদেশে রবীন্দ্রনাথ বলে একজন কবি ছিলেন (তিনি নোবেল পুরষ্কার পেয়েছিলেন, কাজেই বুঝেনতো, তিনি বড় কবিই ছিলেন)। তো সেই রবীন্দ্রনাথের হিং টিং ছট বলে একটি কবিতা থেকে সম্ভবতঃ নামটি নেয়ার অনুপ্রেরনা ওই দম্পতি পেয়েছেন। দম্পতি কে সন্তান লাভের জন্য অভিনন্দন জানাই। ৪)Abdus Sabur Khan ২০১১.১২.০৬ ১৫:০৯ Dearest Belal & Shamim, Please do not interfere in their personal life/choice, oil your own machine. ( একমাত্র ইনিই লাইনে এসে সবচেয়ে সহজ ও সঠিক কথা বলেছেন) ৫)২০১১.১২.০৬ ১৫:১৩ মনে হয় চাইনিজ খাবার এর নাম। ৬)Ershad from dammam,ksa ২০১১.১২.০৬ ১৫:১৩ @ Belal(২০১১.১২.০৬ ১৪:৪৫ ) আপনাকে অনেক ধন্যবাদ ।

দুনিয়াতে তারা এর চেয়ে আর ভাল নাম পায়নি। যমজ সন্তান ও তাদের মায়ের জন্য শুভ কামনা রহিল। ৭)shamim ২০১১.১২.০৬ ১৬:১৩ জনাব Abdus Sabur Khan তাই বলে এ রকম নামের কোন মানে হল । (দিলো কাউন্টার এটাক) ৮)zahir ২০১১.১২.০৬ ১৭:২২ Hing & Ting ?????????????????????? whats a funny ? ৯)Apurbo Stanly Gomes ২০১১.১২.০৬ ১৭:২৪ ডিয়ার বেলাল ভাই। আপনার নিজের নামটা আগে দেখুন।

আর মা-বাবা আদর করে যেকোন নামে ডাকতেই পারে। ডাক নাম আর আসল নাম তো এক নয়। ১০)KHONDOKAR ২০১১.১২.০৬ ১৮:২৪ mr. abdus sabur khan this a public comment box and public will comment.we are entitled to oil others mechine here. Ha ha ha ১১)Abdus Sabur Khan ২০১১.১২.০৬ ১৮:৩২ জনাব, বেলাল সাহেব, আপনি তাদের বেপারে যতটা কনসার্ন, তারা কি আপনার বেপারে ততটা কনসার্ন? অভিনয় তাদের ব্যবসা আর কিছুনয় ১২)Shuvralok Ahmed ২০১১.১২.০৬ ১৯:৪৬ খুবই সুন্দর নাম । ভাইয়া এবং আপু যে যাই বলুক এই নাম বদলাবেন না । আপনাদের শুভেচ্ছা ।

আপনাদের সন্তানদের কাছে পৃথিবীর শ্রেষ্ঠ বাবা-মা হন এই দোয়া রইল । (তেলের দাম কি কমছে নাকি ?) ১৩)Md. Kamruzzaman ২০১১.১২.০৬ ২৩:৩৬ নাম ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ। শিশুদের নাম, তাদের মাতা-পিতার ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ ঘটায়। বড় হয়ে যেন, শুধু নামের জন্য সমাজে হাসির পাত্র না হতে হয়। নতুন অতিথিদের স্বাগতম।

----এখন বুঝছেন তো কেনো বলছি জে "ছাগলের ৩ নম্বর বাচ্চা আমরা !!! আর আমাদের লাফালাফি ??" ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.