আমাদের কথা খুঁজে নিন

   

ছাগলের কান্দন

বিরিন শট ছাগলের কান্দন পাপের রাজ্যে পৃথিবী গদ্যময় চোখ্খে শুধু দেহি সরিষাফুল, ছাগলের গলায় বাঁধা কাছিও এখন ফাঁসির দড়ি ভাবিয়া করি ভুল। কলসের গলায় কষিয়া বাঁধিয়া যে দড়ি কলসটারে কুয়ায় দেয়ায় ডুব, সেই দড়িটাও দেখিয়া কেন আমার জানের ভিতর কাঁপন ওঠে খুব। কাপড় নাড়িবার দড়িটাও দেখিয়া বাপ চোখে কেন নামে অন্ধকার? প্যাচাইয়া পাকাইয়া সে দড়িটাও দেখি উড়াল দিয়া ছিঁড়িতে আসে ঘাড়। আজি এ নিঠুর খোয়াড়ে আসি চোখের নিদ্রা কোথায় হইল গায়েব? হায়রে বিধি একি পরিণতি ফকির বেশে মগবাজারের নায়েব! কি যাতনায় পড়িলাম বল প্রভু পাপের মাশুল হয় কি এত চড়া!! চল্লিশ বছর বাঁচিয়া থাকিয়াও শেষে এই বয়সে খাইতে হইল ধরা। ঘুঘু সাজিয়া এতদিন কাল ধরে খাইয়া আসিয়াছি আমোদে কত ধান, পাপ ছাড়েনা বাপকে শুনিয়াছি প্রভু এইবার তার পাইলাম প্র-মাণ।

: ধর্মের কল বাতাসে নাকি নড়ে শুনিয়া হাসিয়া হইয়াছি কত খুন, বুঝিলাম তা কি দারুণ সত্য যবে পেটে পড়িল খোয়াড়ের ভাত,নুন। পাপের রাজ্যে পৃথিবী গদ্যময় পাপ কোনোদিন দেয়না কাউরে ছুটি, বুঝিলাম তা হাড়ে হাড়ে বাবা খুব গিলিলাম যখন খোয়াড়ের ডাল-রুটি। পাপের রাজ্যে পৃথিবী গদ্যময় পাপ কোনোদিন করেনা কাউরে মাফ, চল্লিশ বছর বাঁচিয়া থাকিয়াও শেষে ধরা খাইয়া বুঝিতে পারিলাম বাপ। প্রাণে যদি আর না বাঁচিগো বাপধন জান যদি যায় গলায় রশির টানে, লাশখানা মোর চাঁন-তারাতে ঢাকি পাঠাইয়া দিয়োগো পেয়ারা পাকিস্তানে। এইবার নিচের প্রশ্নগুলির উত্তর দিন-- ১।

কবিতায় বর্ণিত ছাগলটি কেন চারিদিকে শুধু ফাঁসির দড়ি দেখতে পাচ্ছে? ২। ছাগলটি এতদিন কাল ধরে আমোদে কি খেয়ে এসেছে? এখন সে কিসের প্রমাণ পেল? সে এতদিন কি শুনে হেসে খুন হত? খোয়ারের ভাত,নুন পেটে পড়ায় এখন তার কি উপলব্ধি? ৩। ‘‘সেই দড়িটাও দেখিয়া কেন আমার জানের ভিতর কাঁপন ওঠে খুব। ’’ ------এখানে কোন দড়ির কথা বলা হইয়াছে? তা দেখিয়া ছাগলটির বুকে কাঁপন ওঠে কেন? ৪। ‘‘প্যাচাইয়া পাকাইয়া সে দড়িটাও দেখি উড়াল দিয়া ছিঁড়িতে আসে ঘাড়।

’’ -------কেন ওড়াল দিয়া দড়িটা ঘাড় ছিঁড়িতে আসে কেন? ৫। ব্যাখা কর-(যে কোনো ১টি) (ক) আজি এ নিঠুর খোয়ারে আসি চোখের নিদ্রা কোথায় হইল গায়েব? হায়রে বিধি একি পরিণতি ফকির বেশে মগবাজারের নায়েব! অথবা, (খ) পাপের রাজ্যে পৃথিবী গদ্যময় পাপ কোনোদিন করেনা কাউরে মাফ, চল্লিশ বছর বাঁচিয়া থাকিয়াও শেষে ধরা খাইয়া বুঝিতে পারিলাম বাপ। ৬। পরিশেষে ছাগলটি তার লাশখানি চাঁন-তারাতে ঢেকে পাকিস্তানে পাঠানোর আকাঙখা কেন ব্যক্ত করছে? ৭। টীকা লিখ-- পেয়ারা পাকিস্তান ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.