আমাদের কথা খুঁজে নিন

   

ছাগলের তিন নাম্বার বাচ্চাটা কে??????

গাধা পানি ঘোলা করে খায় । নির্বাচন যদি বর্জন এ করবেন তাইলে কি দরকার ছিল নি্বাচনী প্রচারণায় এত টাকা খরচ করার ? দরিদ্র এই দেশের ১ জন মেয়র প্রার্থীর এই ধরণের বিলাসীতা কোনোভাবেই কাম্য নয়। জনগণের টাকা খেয়ে এই নোংরা রাজনীতি কি না করলেই নয় ? ১জন Advocate হয়েও নুন্নতম কণ্ডজ্ঞান নেই আনার। । পরাজয়ের ভয়ে নির্বাচন বর্জন করছেন এই সত্য বলার সৎ সাহস অ নেই আপনার ।

কারন আপনি হলেন ছাগলের তিন নম্বর ছাও। মি : তৈমুর আপনি বলেছিলেন মৃত্যু ছাড়া আপনাকে কেউ এ নির্বাচন থেকে ফিরাতে পারবে না, তা হলে কি আপনার মৃত্যু হলো ? খেলতে নেমে খেলা শেষ হবার আগেই বসে পড়া কাপুষতার লক্ষণ। সেনা মোতায়ন হয়নি এটা একটা অজুহাত মাত্র। মুল প্রতিদ্বন্দ্বিতায় আছেন শামিম ও আইভি। নিজেকে তৃতীয় অবস্হানে উপলব্দি করতে পেরেই ঘোলা পানিতে মাছ শিকারের উদ্দ্যেশ্যে চুড়ান্ত মুহুর্তে সরে দাঁড়ালেন।

এতে একদিকে শামিম ওসমানের পরাজয় নিশ্চিত করা হলো আর অন্যদিকে নিজে ও সেচ্ছায় মুক্তি নিলেন পরাজয়ের গ্লানি থেকে পাশাপাশি এটিকে ইস্যু হিসেবেও ব্যাবহার করা যাবে আন্দোলনে। অর্থাৎ “সাপও মরল না লাঠি ও ভাঙ্গল না” । কিন্তু তা কি হবে ???? "বিএনপি সব রাতের আধারে করেন কেন" কারন তারা মধ্য রাতের খেলায় বিশেষভাবে পারদশী'। বিএনপি বক্তব্য হল এই সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে না, তারা কি মাগুরার উপনিবা'চনের কথা ভুলে গেছেন??? যার ফলে বিএনপি সরকারের পতন তরান্বিত হয়েছিলো। তাদের আমলে কি নিবা'চন অবাধ ও সুষ্ঠু হয়, তাদের আমলে কি নির্বাচন কমিশন স্বাধীন ভাবে কাজ করতে পারে??? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.