আমাদের কথা খুঁজে নিন

   

পুরাতন দল

যারা অন্যের সাথে প্রতারণা করে তারা প্রথমে নীজের সাথে প্রতারণা করে,কিন্তু নির্বোধ বলে তারা তা বুঝে না। আর প্রতরণার মধ্য দিয়ে প্রতারক মানুষরুপী শয়তান ও প্রেতে পরিনত হয়। কিন্তু অজ্ঞনতার ধরুন বিবেক তাদের ধ্বংশন করে না। ফলস্বরুপ,তারা পাপাচারে সুখ ভোগ করে। ওরে পুরাতনের দল, হেথায় হতে বিদায়ের জন্য প্রস্তুত লও।

ঐ আসছে নূতনের দল হেথায় কাতরায়তে,কাতরায়তে। । বিদায় আর আগমণ সেইতু জীবনের খেলা। যে পাখি সুর দিয়াছে, সে পাখি হারিয়েছে তার সুর, ঐ নূতনের আগমনণে। কত দুঃখ,কত যন্ত্রনা,কত ব্যাথার ভারে ভেবেছিল মোর প্রাণ আত্বহত্যা।

সবই তার গিয়াছে মুছে ঐ নূতনের আগমণে। প্রেমের বিরহে জ্বলেছিল মোর প্রাণ তুষানলে। সেই প্রাণ পেয়েছে সুখের কূল, ঐ নূতনের আগমণে। ছেলের মৃত্যুর শুকে মোর প্রাণ করিত কত বিলাপ। সেই প্রাণ উল্লাসিত হয় ঐ নূতনের আগমণে।

যে রাজা আজ ভবে,সেও রাজা ত্যাগ করিবে তার সিংহাসন, ঐ নূতনের আগমণে। যে বাঁশী সুর দেয় মরমীয়, সেই বাঁশীই সুর তুলে মুধুর, ঐ নূতনের আগমণে। হেথার সব পুরাতনের বিদায় স্হান, নূতনের আগমণ। বুঝিগো,বুঝি,নূতনও হবে একদিন পুরাতন, তারাও নিবে হেথা হতে বিদায় ঐ নূতনের আগমণে। বুঝিগো বুঝি,হেথায়,ভবে বিদায় আর আগমণ, আগমণ আর বিদায়েরই শুধু খেলা।

শুনিগো শুনি,আমি সারাবেলা শুনি মোর হৃদয়ে ঐ বিদায়ের বাণী। জানিগো,জানি,ঐ বিদায় নিয়ে যাচ্ছে মোরে কোন নূতন দেশে। জানিগো জানি,স্হান পরিবর্তনই জীবনের খেলা,মেলা। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।