আমাদের কথা খুঁজে নিন

   

পুরাতন কিছু কথা ........

শুধু ..

আমরা যদি পৃথিবীর সব দুঃখ গুলো কে এক পাল্লায় আর সুখ গুলোকে এক পাল্লায় উঠিয়ে দিতাম তবে কি হত? এ উদ্ভট বুদ্ধি কোথা থেকে এল তা মনে করতে পারছি না তবে এটুকু বলতে পারি, আমাদের নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন এর কথা থেকে মনে হয় ধার করা। অনেক কঠিন প্রশ্ন, অনেকের কাছে আবার খুব সোজা প্রশ্ন। তাহলে চলুন উত্তর খুজতে- হ্যাঁ, যারা একটু দুঃখ বিলাসী তারা বলবেন আমাদের দিকে বেশি ভারি পাল্লাটা আবার যারা সুখী তারা বলবেন তাদের দিকে। আসলে কোন দিকে তা নিজেরাই ঠিক করে নিই। আজ আসলে আমার অনেক মন খারাপ ছিল ফোন করছিলাম বন্ধুদের।

এক বন্ধু যখন ফোন ধরে হ্যাঁলো বলল আমি হাসতে থাকি । কারন ওর কন্ঠে এত দুঃখ ও মাধুুর্য ছিল যে আমি হাসতে বাধ্য হয়েছিলাম। আমি খুজতে থাকি কি করে দুঃখ আর মাধুর্য এক সাথে? যাই হোক ও অনেক পরিশ্রমী, এত পরিশ্রমী তারপরও কেন যে এত দুঃখী। ওর দুঃখী হওয়ার কারণ গুলো আজব। সবই পরিবার সমন্ধে, বড় দুই ভাই থাকতেও কেন যে ওকে এত কষ্ঠ করতে হয়।

হয়ত এটাই দেখে হয়ত হেসেছিলাম। আরও অনেক কথা বলার ছিল কিন্তু আবার সেই অলসতা . . . . . . . .

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।