জীবনটাকে বড় বেশী মলিন মনে হচ্ছে। নিজেকে খুব একা একা লাগছে। ১৯৭১ এর অনেক বছর পর আমার জন্ম
তাই মুক্তিযুদ্ধ দেখার ভাগ্য আমার হয়নি।
আমি দেখিনি ৫২ এর ভাষা আন্দোলন,
৬৬ এর ছয় দফা কিংবা ৬৯ এ গন অভ্যুত্থান।
দেখা হয়নি ২৫ মার্চ এর বর্বরতা,
১৪ ই ডিসেম্বরের বুদ্ধিজীবি নিধন
এবং ১৬ ই ডিসেম্বরের বিজয় উল্লাস।
আরো অনেক কিছু দেখা হয়নি।
দেখতে দেখতে ৪০ বছর কেটে গেল,
আজ আমরা স্বাধীন দেশ এর নাগরিক।
কিন্তু এ কোন স্বাধীন দেশে আমরা বাস করি?
যেখানে মানুষের জীবনের কোন মূল্য নেই
যেখানে সন্ত্রাসীর হাতে খুন হয় মুক্তিযোদ্ধা।
যেখানে বিচার হয়না রাজাকারের
চলে তাদের পক্ষে সাফাই।
য়েখানে বোনের কোন নিরাপত্তা নেই
নেই কোন কাজের পরিবেশ।
সেটা কি আসলে স্বাধীনতা?
স্বাধীনতা মানে কি ইতিহাস বিকৃতি?
স্বাধীনতা মানে কি দুই দলের দুই নেতা নীতি?
স্বাধীনতা মানে কি ক্ষমতার রাজনীতি?
স্বাধীনতা মানে কি খুনাখুনি, হানাহানি
জ্বালাও পোড়াও করে সম্পদ নষ্ট?
স্বাধীনতা মানে কি জনগনকে কষ্ট দিয়ে
নিজ নিজ স্বার্থ হাসিল করা?
স্বাধীনতা মানে কি বীর মুক্তিযোদ্ধার
পেটের তাড়নায় রিকশা চালনা?
স্বাধীনতা মানে আসলে কি?
আমি আজও এর উত্তর খুজে পাই না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।