আশ্বাস দেওয়া রাজনীতিবিদ কিংবা রাষ্ট্রপ্রধানদের রাজনীতিক মিথ্যাচারের আরেক নাম। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. গওহর রিজভী বলেছেন, টিপাইমুখে বাঁধের কারণে বাংলাদেশের ক্ষতি হবে বলে যে কথাগুলো উঠেছে, তার সবই ভিত্তিহীন। টিপাইমুখ বাঁধ হলেও বাংলাদেশের ক্ষতি হবে না। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে গতকাল সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আজকের প্রশ্ন হলো, টিপাইমুখে বাঁধের কারণে বাংলাদেশের ক্ষতি হবে বলে গওহর রিজভী যে মন্তব্য করেছেন আপনি কি তার সাথে একমত? হ্যাঁ না মন্তব্য নেই ব্লগার জরিপের গত পর্বের ফলাফল। গত পর্বের প্রশ্ন ছিল, বাংলা ব্লগগুলো এখন অনেকটা পর্নোগ্রাফিতে পরিণত হয়েছে সৈয়দ আশরাফের এই বক্তব্যে সাথে আপনি কি একমত? (১) এ হেলাল খান বলেছেন: না (২) মো আব্দুল করিম বলেছেন: না (৩) অপু ওপি বলেছেন: না (৪) জহির উদদীন বলেছেন: না (৫) আমি নবীন বলেছেন: না (৬) দিশেহারা আমি বলেছেন: না (৭) নাগরিকমন বলেছেন: না (৮) মোঃ আব্দুস সালাম বলেছেন: না (৯) ভুলো মন বলেছেন: না (১০) দ্যা আহমেদ মামুন বলেছেন: না (১১) সারথী মন বলেছেন: না (১২) Abdullah Arif Muslim বলেছেন: না (১৩) মুখচোরা বলেছেন: না (১৪) নীরব দর্শক বলেছেন: না (১৫) মো: হাফিজ আল আসাদ বলেছেন: না (১৬) রক্তভীতু ভ্যাম্পায়ার বলেছেন: না (১৭) সাধারন মানুষ ০০৭ বলেছেন: না (১৮) মুসলিম শরীফ বলেছেন: না (১৯) দা লর্ড বলেছেন: না (২০) লিংকন১১৫ বলেছেন: না (২১) চেনা মুখ বলেছেন: না (২২) আমি ভালা মানুষ বলেছেন: না (২৩) কান্না হাসি বলেছেন: না (২৪) মেঘবন্ধু বলেছেন: না (২৫) ব্লগীয়ষণা বলেছেন: না ব্লগার জরিপে অংশ নিয়ে আপনাদের মতামত শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন সবাই। টিপাইমুখে বাঁধ হলে বাংলাদেশের ক্ষতি হবে না, গওহর রিজভী
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।