আমি ঘুরিয়া ঘুরিয়া সন্ধানো করিয়া স্বপ্নেরও পাখি ধরতে চাই আমি স্বপ্নেরও কথা বলতে চাই আমার অন্তরের কথা বলতে চাই... ছয় ফুটের কাছাকাছি উচ্চতার নিলয়'দা, আমি পাশে দাঁড়ালে টুল লাগে বিজ্ঞান নিয়ে নিলয়'দার অসাধারণ বক্তৃতা যে শোনেনি তাকে কিছুতেই বোঝানো যাবে না, সে কি শোনেনি ! আজাকের নিলয়'দা আমার চেনা নিলয়'দা না, আজকের নিলয়'দা শাহবাগের প্রজন্ম চত্বরে "শহীদ রুমী স্কোয়াডের" আহবায়ক "সদাত হোসেন নিলয়" যারা আজ নেমেছেন আমরণ অনশনে তাদের মুখপাত্র, ২৬শে মার্চ ছিল আল্টিমেটামের শেষ দিন, তবুও সরকারের পক্ষ থেকে কোন কথা নেই আর জাগরণ মঞ্চ থেকেও এলো না কোন কঠোর আন্দোলনের ঘোষণা, আরাম করে দাবী আদায় আর হোল না শহীদ রুমি স্কোয়াডের কঠোর অবস্থান অনেক মানুষের আরামের আন্দোলনকে চ্যালেঞ্জ করে বসেছে । কত ব্যাস্ততা, একটু আগে প্রেস রিলিজ হোল, পাশে বসে আছেন ভাষা সৈনিক "আব্দুল মতিন", একের পর এক সেলিব্রেটিরা আসছেন, তবুও দেখেই চিনে ফেললেন, আরিফ তোমার নাম মনে আছেকিন্তু কোথায় যেন পড় ?, আমি বোকার মত জিজ্ঞাস করলাম "ভাইয়া ভালো আছেন ?" হঠাৎ বুঝতে পারলাম নিলয়'দা ভালো নাই, ৪৮ ঘণ্টায় মুখ অর্ধেক হয়ে গেছে, আরও দুই দিন এভাবে চললে অনেক কিছুই হয়ে যেতে পারে, আজ ২ জন অসুস্থ হয়ে পড়েছেন, তার উপর অনেক রকমের চাপ, অনেক অনেক মহল অনেক কথা বলছে, রুমী স্কোয়াড হল অনেকটা ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোর সংগঠন, সাথে সাথে তাদের আবার বনের মোষ তাড়ানোর কাজে নিয়োজিত চৌকিদারদের মুখ থেকে শুনতে হচ্ছে "কেন তোমরা মোষ তাড়াচ্ছ ?" আর বাকি রইল ১৫জন, আচ্ছা এই লোক গুলার ঘর নাই ? তাদের ঘরে মা নাই? একটু আগে ভাত খেয়ে উথলাম,গলা দিয়ে নামছে না। এই লোক গুলো কি কোনদিনও আর ভাত খেতে পারবে ? রাষ্ট্র কি একটুও সদয় হবে না ? আরেকজন লোককে একটু ধন্যবাদ জানাতে চাই ডাক্তার Pinaki Bhattacharya, অনবরত সেবা দিয়ে চলেছেন অনশন কারীদের দাদা, আমি ফেসবুকের কোন মহারথি না, সাধারন মানুষ, আপনাকে অন্তর থেকে একটা স্যালুট আমিও নামছি, ঘরে বসে থেকে গ্লানি সহ্য করা থেকে যুদ্ধ করে মরা শ্রেয় মানবজন্মের নামে হবে কলঙ্ক হবে এ রকম দুঃসময়ে আমি যদি মিছিলে না যাই, উত্তরপুরুষে ভীরু কাপুরুষের উপমা হব আমার যৌবন দিয়ে এমন দুর্দিনে আজ শুধু যদি নারীকে সাজাই.........! !
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।