"বাউল মানুষ" ইরানের পূর্বাঞ্চলে যুক্তরাষ্ট্রের একটি চালক বিহীন বিমান (ড্রোন) গুলি করে ভূপাতিত করার ইরানি দাবি প্রত্যাখান করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আফগানিস্তানে মোতায়েন ন্যাটো বাহিনী গুলি করে ড্রোন ভূপাতিত করার ইরানের দাবি প্রত্যাখান করে জানিয়েছে, তাদের একটি হারিয়ে যাওয়া চালক বিহীন বিমান হয়তো ইরানিদের হাতে পড়েছে। রোববার ইরানের সেনাবাহিনীর নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র রাষ্ট্রীয় ‘আল আলম’ টেলিভিশনকে জানায়, “ইরানের সেনাবাহিনী যুক্তরাষ্ট্রের আরকিউ-১৭০ নামের একটি চালক বিহীন গোয়েন্দা ড্রোন বিমান দেশের পূর্বাঞ্চলে ভূপাতিত করেছে। এতে বিমানটি তেমন ক্ষতিগ্রস্ত হয়নি এবং এটি ইরানি সশস্ত্র বাহিনীর কব্জায় আছে।” এক বিবৃতিতে আফগানিস্তানে মোতায়েন ন্যাটোর ইন্টারন্যাশনাল সিকিউরিটি এ্যাসিস্ট্যান্ট ফোর্স জানায়, “ইরান যা দাবি করছে তা হয়েতো যুক্তরাষ্ট্রের একটি নিরস্ত্র চালকবিহীন বিমান (ইউএভি) যা গত সপ্তাহে পশ্চিম আফগানিস্তানে গোয়ন্দা নজরদারির সময় হারিয়ে যায়।” বিবৃতিতে জানানো হয়, ইউএভি’টির পরিচালকারা বিমানটির ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় সেটি কোথায় আছে তা তাদের জানা নেই। তবে এর অবস্থান জানতে তাদের কর্মীরা অনুসন্ধান চালাচ্ছে। তেহরানের ব্রিটিশ দূতাবাসে হামলাকে কেন্দ্র করে ব্রিটেনসহ ইউরোপের অন্যান্য দেশগুলোর সঙ্গে সম্পর্কে জটিলতার এ সময়টিতে ইরানে মার্কিন ড্রোন বিমান ভূপাতিত করার দাবি জানালো। রেফাঃ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৫১৮ ঘ.
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।