পাকিস্তানের এক সামরিক তল্লাশি চৌকিতে ন্যাটোর হেলিকপ্টার হামলায় নিহত সেনার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ জনে।
নিহতদের মধ্যে দুইজন সেনা কর্মকর্তাও রয়েছে।
এক বিবৃতিতে পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, “কোনো উস্কানি ছাড়াই অহেতুক পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় মোহমান্দ নামে আদিবাসী এলাকায় এই হামলা চালানো হয়েছে। ”
আফগানিস্তান থেকে উড়ে এসে ন্যাটোর হেলিকপ্টার সালালা তল্লাশি চৌকিতে শনিবার স্থানীয় সময় রাত ২ টার দিকে এই হামলা চালায়।
বিবিসির করাচি প্রতিনিধি জানান, এ ঘটনায় পাকিস্তানি কর্মকর্তারা অত্যন্ত ক্ষুব্ধ।
তাদের দাবি ওই অঞ্চলে সেসময় কোনো জঙ্গি তৎপরতা ছিল না।
এ ঘটনার প্রতিক্রিয়ায় পাকিস্তান সরকার আফগানিস্তানে অবস্থানরত ন্যাটো সেনাদের রসদ সরবরাহের সীমান্তবর্তী পথ বন্ধ করে দিয়েছে। ওই পথ দিয়ে ন্যাটোর সেনাদের প্রায় ৮০ ভাগ রসদ সরবরাহ হয়ে থাকে।
কাবুলে ন্যাটোর নেতৃত্বাধীন আন্তর্জাতিক নিরাপত্তা সহযোগী বাহিনীর (আইএসএএফ) মুখপাত্র জানান, এই অনাকাঙ্খিত ঘটনা সম্পর্কে তারা জেনেছেন। বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।