ইরানের প্রেসিডেন্ট ড. মাহমুদ আহমাদিনেজাদ বলেছেন, রাজনীতিতে ক্ষেপণাস্ত্র ও পরমাণু অস্ত্রের ব্যবহারের যুগ শেষ হয়ে গেছে এবং ন্যাটোর ক্ষেপণাস্ত্র ব্যবস্থা নিয়ে ইরান মোটেই উদ্বিগ্ন নয়। তুরস্কের ইস্তাম্বুল শহরে অর্থনৈতিক সহযোগিতা পরিষদ বা ইকোর ১১তম শীর্ষ সম্মেলনের অবকাশে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেছেন। প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বলেন, ইরানের সঙ্গে তুরস্কের খুবই শক্তিশালী সম্পর্ক রয়েছে এবং এটা সহজে ধ্বংস করা যাবে না। হাজার হাজার ক্ষেপণাস্ত্র দিয়ে ইরান জাতির ধর্মবিশ্বাস, ঐতিহ্যবাহী সংস্কৃতি এবং তাদের স্বাধীনতাকে থামিয়ে দেয়া যাবে না বলেও উল্লেখ করেছেন তিনি। তুরস্কে ন্যাটোর ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েনের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।
গত নভেম্বর মাসে তুরস্ক ন্যাটোকে তার ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের অনুমতি দেয়। গত সেপ্টেম্বর মাসে ন্যাটোর মহাসচিব আন্দ্রেস ফগ রামুসেন শত্রু দেশগুলোর সম্ভাব্য হামলা থেকে বাঁচার জন্য ওই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের প্রস্তাব দেন। এরপর নভেম্বর মাসে লিসবোনে ন্যাটোর শীর্ষ সম্মেলনে প্রস্তাবটি পাস হয় এবং তুরস্কও তার ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র মোতায়েনের অনুমতি দেয়। তবে, আঙ্কারা সে সময় বলেছিল, যদি ইরানের পরমাণু কর্মসূচিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হয় তাহলে তাতে তারা রাজি হবে না।
সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট আহমাদিনেজাদ পশ্চিমা বিশ্বের অবরোধ নিয়েও কথা বলেন।
এ সময় তিনি জানান, তাদের অবরোধ ইরানের ওপর কোনো প্রভাব ফেলতে পারেনি বরং উল্টো পশ্চিমা বিশ্বই এখন অর্থনৈতিক সংকটে পড়েছে।
(রেডিও তেহরান)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।