আমাদের কথা খুঁজে নিন

   

গওহর রিজভীর এ ধরনের সন্তুষ্টির পর আমাদের প্রাপ্তি কি হবে?

আমি আমার মতো গওহর রিজভীর এ ধরনের সন্তুষ্টির পর আমাদের প্রাপ্তি কি হবে? আগের লিঙ্ক ভারত সবসময় তার নিজের ভালটা বোঝার ক্ষেত্রে এক নায়ক এবং ঘাড় ত্যাড়া টাইপের। এজন্য সে যে কোন ধরনের ভান ধরতে পারে। কারন বিরোধী দলের নেতার লেখা চিঠির জবাবও সে ভাবেই দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং। আজ সকালে মনমোহনের বক্তব্য প্রকাশ করেছে বিএনপি। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম জানান খালেদা জিয়ার চিঠির জবাবে মনমোহন সিং বলেছেন : টিপাইমুখ বাঁধ প্রকল্প একটি বন্যা নিয়ন্ত্রণ সহায়ক বাঁধ, এটি সেচপ্রকল্প নয়।

এটি নির্মিত হলে বাংলাদেশের কোনো ক্ষতি হবে না। আশ্চর্যই বলতে হবে!!!!! কারন নদীতে যে কোন ধরনের বাধ দিবেন আর তার কোন প্রতিক্রিয়া প্রকৃতি দেখাবে না সেটা একেবারেই হাস্যকর। এখন যেনম ঢাকায় মাটি প্রায় চোখেই পড়ে না। তাই প্রতিনিয়তই ঢাকার ভূগর্ভের পানির স্তর কমে যাচ্ছে। কেননা বৃষ্টির পানিতো সব ড্রেনে করে পার হয়।

সেটা মাটিতে প্রবেশ করতে পারে না। তাই ভূগর্ভে পানিও প্রবেশ করতে পারে না। নদীর পানি আটকে দিবেন সেটার কারনে ভূগর্ভের পানির স্তরও নামতে শুরু করবে এটাই স্বাভাবিক। অপরদিকে আমরা এর বিরোধীতা করলেই দোষ! এটা নিয়ে যে ভারতের অন্য রাজ্যগুলো বিরোধিতা করছে তাতে দোষ নাই!!! আমরা ভাল প্রতিবেশী চাই। তাই বলে সব বিকিয়ে দিয়ে নয়।

........... ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.