আমাদের কথা খুঁজে নিন

   

সাংবাদিক নির্যাতনের বড় কোনও ঘটনা ঘটেনি : গওহর রিজভী

অর্থনীতি ডেস্ক : প্রধানমন্ত্রী আন্তর্জাতিকবিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী বলেছেন, ‘বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ের তুলনায় বর্তমানে সাংবাদিক নির্যাতনের তেমন বড় কোনও ঘটনা ঘটেনি। ’ যে দুএকটি ঘটনা ঘটেছে, তাকে তিনি ‘বিচ্ছিন্ন ঘটনা’ উল্লেখ করে দুঃখ প্রকাশ করেন। ভবিষ্যতে যাতে আর সাংবাদিক নির্যাতনের ঘটনা আর না ঘটে, সে জন্য সরকারের তরফ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক করা হয়েছে বলেও এ সময় জানান তিনি। বাংলানিউজ গতকাল শুক্রবার বিকেলে দহগ্রামে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে ড. গওহর রিজভী এসব কথা বলেন। এর আগে তিনি আঙ্গরপোতা-দহগ্রামসহ বিভিন্ন সীমান্ত এলাকা পরিদর্শন করেন।

এর পর দহগ্রাম ইউনিয়ন পরিষদ হল রুমে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন। এ সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা তিস্তা চুক্তি স্বাক্ষরের বিষয়ে বলেন, ‘ভারত সরকারের ওপরই নির্ভর করছে, তিস্তা চুক্তি কবে স্বাক্ষরিত হবে। ’এ বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে কোনও বাধা নেই উল্লেখ করে ড. গওহর রিজভী বলেন, ‘তিস্তা চুক্তি স্বাক্ষরের ব্যাপারে ভারতের কোনও এক জায়গা থেকে বাধার সৃষ্টি হয়েছে। ’ তবে শিগগিরই এ চুক্তি স্বাক্ষরিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি। মতবিনিময় সভায় ড. রিজভী আরও বলেন, ‘তিনবিঘা করিডোর গেট ২৪ ঘণ্টা দহগ্রামবাসীর চলাচলের জন্য উš§ুক্ত থাকলেও বিএসএফের হাতে অহেতুক শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন বাংলাদেশিরা।

’ বিষয়টি নিয়ে ভারত সরকারের সঙ্গে আলোচনা করে দ্রুত সমাধানের প্রতিশ্র“তিও দেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিকবিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী। এ জন্য তিনি দহগ্রামবাসীকে একটু ধৈর্য ধরার পরামর্শ দেন। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেনÑ লালমনিরহাট জেলা প্রশাসক মোখলেছার রহমান সরকার, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মতিয়ার রহমান, বিজিবি রংপুর সেক্টর কমান্ডার কর্নেল নেয়ামুল ইসলাম ফাতেমী, পুলিশ সুপার হাবিবুর রহমান প্রমুখ। এর আগে শুক্রবার সকালে তিস্তা ব্যারেজ পরিদর্শন করে লালমনিরহাট-৩১ বিজিবি ব্যাটালিয়নের পানবাড়ী সীমান্ত ফাঁড়িতে বিজিবির সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল নেয়ামুল ইসলাম ফাতেমী লালমনিরহাট জেলার বিভিন্ন সীমান্তের নানা সমস্যার কথা উপদেষ্টার কাছে তুলে ধরেন।

এর মধ্যে দহগ্রামে তিস্তার ভাঙন ঠেকাতে বেড়িবাঁধ নির্মাণ, তিনবিঘা করিডোর দিয়ে অবাধে গবাদিপশু পাটগ্রামে বিক্রি এবং করিডোরের ভেতরে বিএসএফের অবৈধ অবকাঠামো সরিয়ে নেওয়ার বিষয়টি জানান। এ ব্যাপারে ভারতের সঙ্গে আলোচনা করে সমাধান করার প্রতিশ্র“তি দেন ড. গওহর রিজভী। এরপর দুপুরে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বহুল আলোচিত দহগ্রাম-আঙ্গরপোতাসহ বিভিন্ন সীমান্ত এলাকা পরিদর্শন করেন তিনি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.