আমি আমার মতো প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী বলেছেন: টিপাইমুখ বাঁধের বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে যে ব্যাখ্যা দেওয়া হয়েছে, তাতে সরকার পুরোপুরি সন্তুষ্ট। এ নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই। বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি-ইউএনডিপি আয়োজিত এক অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার পর গওহর রিজভী সাংবাদিকদের কাছে এসব কথা বলেন।
ভারতের মণিপুর রাজ্যে প্রস্তাবিত টিপাইমুখ বহুমুখী জলবিদ্যুৎ প্রকল্পের ব্যাপারে জানতে চাইলে গওহর রিজভী বলেন : সাম্প্রতিককালে টিপাইমুখ বাঁধ নিয়ে দেশে অনেক বিতর্ক ও অপপ্রচার হয়েছে। এ বিষয়ে বাংলাদেশের প্রতিনিধি দল ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং ও সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে আলোচনা করেছেন।
ভারতের প্রধানমন্ত্রী প্রতিনিধি দলকেআশ্বস্ত করেছেন যে, টিপাইমুখে এমন কোনো পদক্ষেপ নেওয়া হবে না, যাতে বাংলাদেশের কোনো ধরনের ক্ষতি হয়। এই আশ্বাসের পাশাপাশি তিনি প্রয়োজনে বাংলাদেশের বিশেষজ্ঞদের নিয়ে করা প্রতিনিধিদলকে ভারতে স্বাগত জানিয়েছেন।
গওহর বলেন, ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, প্রয়োজন হলে টিপাইমুখের ওই প্রকল্প থেকে যৌথ বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশ বিদ্যুৎ পেতে পারে। সবচেয়ে বড় কথা হলো ভারতের পক্ষ থেকে পুরোপুরি আশ্বাস দিয়ে বলা হয়েছে, প্রকল্পটিতে সেচকাজের জন্য কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। শুধু জলবিদ্যুতের জন্য বাঁধ হবে।
তিনি বলেন, যেহেতু প্রকল্পটিতে বিদ্যুৎ উত্পাদনের জন্য বাঁধ ও জলাধার হবে, তাই সারা বছরই ভারত পানি ছাড়বে। কাজেই এ নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই।
বাংলাদেশ যেহেতু সন্তুষ্ট, সে ক্ষেত্রে আর কোনো বিশেষজ্ঞ দল পাঠানো হবে কি না, এমন প্রশ্নের উত্তরে গওহর রিজভী বলেন, প্রয়োজন হলে নিশ্চয় যাবে। ভারত আশ্বস্ত করেছে, ক্ষতিকর কিছু করবে না।
টিপাইমুখ থেকে যৌথ বিদ্যুৎ কীভাবে পাওয়া যাবে, এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, দেশে বিদ্যুতের ঘাটতি রয়েছে।
টিপাইমুখ প্রকল্পে বিদ্যুৎ উত্পন্ন হবে। ভারত প্রকল্পটিতে যৌথ বিনিয়োগের আমন্ত্রণ জানিয়েছে। বাংলাদেশ যদি ওই প্রকল্পে যৌথভাবে বিনিয়োগ করে, তবে সমতার ভিত্তিতে বিদ্যুৎ পাওয়া যাবে। এ ক্ষেত্রে বাংলাদেশকেই সিদ্ধান্ত নিতে হবে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।