আমাদের কথা খুঁজে নিন

   

আদালত কর্তৃক হলিউড নায়িকার সাজা : করতে হবে টয়লেট পরিষ্কার........!!!

পৃথিবীর কাছে তুমি হয়তো কিছুই নও, কিন্তু কারও কাছে তুমিই তার পৃথিবী" ‘ট্রাবল স্টার’ লিন্ডসে লোহান তার সাজা মওকুফের জন্য অনেক কষ্ট করছেন। যা দেখে তার পরিবার এবং বন্ধুরা তাকে নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছেন এবং লোহানের সুন্দর ভবিষ্যতও দেখতে পাচ্ছেন অনেকে। ‘মিন গার্ল’ লোহানতে লস অ্যাঞ্জেলস আদালতের বিচার স্টেফনি শটনার যেকোনো দাতব্য প্রতিষ্ঠানে ন্যূনতম ১২ শিফট কাজ করার আদেশ দেন এবং ১৪ ডিসেম্বর আবারো আদালতে হাজিরা দিতে বলেন। এরপরই লস অ্যাঞ্জেলসের একটি সরকারি মর্গে কাজ শুরু করেন লিলো।বিচারক স্টেফনি শটনার অক্টোবরে লোহানের বিরুদ্ধে একটি রায়ে আদেশ দেন, লোহানকে যেকোনো দাতব্য প্রতিষ্ঠানে ন্যূনতম ১২ শিফট কাজ করতে এবং ১৮টি সাইকোথেরাপি নিতে হবে। আর যদি সাইকোথেরাপি থেকে তিনি মওকুফ চান, তাহলে তাকে ৪২৩ ঘণ্টা ওই মর্গে টয়লেট পরিষ্কার, মেঝে পরিষ্কার এবং ময়নাতদন্ত শেষে পুরো মর্গ পরিষ্কার করতে হবে। তবে, লোহান যদি আদালতের এই আদেশ অমান্য করে তাহলে তাকে ডিসেম্বর থেকে মার্চের মধ্যে ৩০০ দিনের জন্য কারাগারে পাঠানো হবে। সূত্র: হ্যালো টুডে  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।