যে শিরোনামটি লিখেছি, নি:সন্দেহে বিতর্কিত। মাঝে-মধ্যে মনে হয়, আদালত সত্যিই নিরপেক্ষ। বিচার বিভাগ প্রকৃতঅর্থে স্বাধীন। বিচার বিভাগ সব মানুষের জন্য। যাদের বিপুল অর্থ আছে তাদের জন্য, যাদের বিপুল অর্থ নেই তাদের জন্যও।
বিচার বিভাগের স্বাধীনতার মূল অর্থ তো এটাই যে মোটা দাগে সব নাগরিক সুবিচার পাবেন।
কিন্তু মাঝে-মধ্যে মনে হয়, স্বাধীনতা-টাধিনতা সব বাজে কথা। সরকার যেমন চান, বিচার বিভাগ সেভাবে সহায়তা করেন। আজ বৃহস্পতিবার ২৬ আগস্ট আদালত মালিবাগ হত্যাকান্ড থেকে আওয়ামী লীগ নেতা এইচবিএম ইকবালের নাম বাদ দিলেন। বাদ দিলেন আওয়ামী লীগের সাংসদ নুরুন্নবী শাওনের নামও।
যাদের ছবি পত্রিকায় ছাপা হলো, যিনি মিছিলে সন্ত্রাসীদের নেতৃত্ব দিলেন, যে ঘটনায় ৪ জন লোক মারা গেল, যে ঘটনার কারণে ২০০১ সালের নির্বাচনে আওয়ামী লীগের পরাজয় হল, সেই ইকবাল, সেই শাওনকে আদালত অব্যাহতি দিল। আদালত কী পত্রিকা পড়েন না? আদালতের কীসের ভয়?
শুধু ইকবাল নয়, এর আগেও আদালত থেকে এ রকম বিতর্কিত ব্যক্তিরা অব্যাহতি পেয়েছেন।
এ লেখার কারণে আমার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হতে পারে। কিন্তু আমি মনে করি, আমাদের এই ছোট বাংলাদেশ, লোকসংখ্যা ১৬ কোটি, সম্পদ কম। এ অবস্থায় যদি আইনের শাসনের এই অবস্থা হয়, তাহলের এই দেশের জনগণের ভবিষ্যত কী? এদেশের বাঙ্গালীদের ভবিষ্যত কী? এদেশের বাংলাদেশীদের ভবিষ্যত কী? এদেশের আওয়ামী লীগের ভবিষ্যত কী? এদেশের বিএনপির ভবিষ্যত কী?
আমি জানি না।
কিন্তু আমাকে এদেশেই থাকতে হবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।