আমি স্পস্ট ভাষি সাধারন জীবন যাপনে তৃপ্ত একজন মানুষ। অতি সাধারন.....তবে প্রতিবাদী.. লিখার সৃজনশীলতায় কিছুটা দক্ষতা আছে.. ..নিজের মধ্যে এক অভাব খুজি সর্বদা, যাকে আমি লালন করি অসীম মমতা দিয়ে। কেন জানি সে আমার খুব প্রিয় হয়ে উঠছে দিন দিন...হয়তবা তাকে আমি বক্ষে আমার দক্ষ রক্তের
শুধুই হিসেবী আনাগোনা,
বিদ্রোহ তার থামবে এবার
ঝলসে ভন্ডদের আরাধনা।
ছালাম বরকত রফিক জাব্বার
শোনরে পাতিয়া কান,
যেই ভাষার জন্য রক্ত দিয়েছ
তা ছেড়ে এখন বিদেশী ভাষার জ্বয়গান। ।
রক্ত আমার গর্জে ওঠে
যখন আমি শুনি,
ভন্ড আমলা ভন্ড মন্ত্রীদের মুখে
বিজাতীয় ভাষার ধ্বনী।
ত্রিশ লক্ষ রক্তে ভেজা
পেলাম যে স্বাধীনতা,
তার পুরোটাই গিলে খেল
নগ্ন রাজনীতির আধিপত্ততা। ।
কে বলেছে এরা দেশের
গড়বে উন্নতির সোপান,
কর্মে এদের দেখছি শুধু
এরা জ্বাতীয় শয়তান।
যে স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন করল
শহীদ মুক্তিযোদ্ধা মহাপ্রান,
ব্যক্তি স্বার্থে তা ধুলায় মিশাল
মুখোশধারী কিছু বেঈমান জারজ সন্তান।
আমি ছাড়বোনা হাল করব বেহাল
তোদের মুখোশ দেব খুলে,
বিদ্রোহ মোর চলবে বিভোর
আমার লিখার বোলে বোলে। ।
…..২২/১০/২০১১…প্যারিস। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।