আমাদের কথা খুঁজে নিন

   

প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার হতে চান? অ্যানিমেশন? গেম ডেভলপার? ফ্লিম ডিরেকটর? একসাথেই সবগুলো বিষয়ে ডিগ্রী নিতে পারবেন বাংলাদেশেই!!!

সফটওয়্যারের সকল আপডেটেড ডাউনলোড লিঙ্ক পাবেন আমার সাইটে। www.hasanjubair.com কেমন হয় আপনি যদি গ্রাফিক্স ডিজাইন, অ্যানিমেশন, ফ্লিম ডিরেকশন, মোশন গ্রাফিক্স, ইনটেরিয়র ডিজাইন, স্কেচিং, ওয়েব ডিজাইন, গেম ডেভলপিং, প্রোগ্রামিং সহ আরো অনেক কিছু শিখতে পারেন এক কোর্সে? শুধু তাই না কোর্স শেষে পাবেন ডিগ্রী সার্টিফিকেট যা আন্তর্জাতিক ক্ষেত্রেও গ্রহনযোগ্য। আর সব কিছুই সম্ভব বাংলাদেশে বসেই! হ্যা আমি স্বপ্ন দেখাচ্ছি না, একবারেই বাস্তব কথা বলছি। বাংলাদেশে এই সবগুলো বিষয় অর্থাৎ মাল্টিমিডিয়া নিয়ে পড়াশুনা করা যায় এটা সত্যিই অত্যন্ত সুখবর। আগে যারা এই বিষয়গুলো নিয়ে পড়তে চাইত তাদের জন্য বাইরের দেশ ছাড়া বিকল্প ছিল না।

কিন্তু এখন বাংলাদেশেই এই বিষয়ে একাডেমিক ডিগ্রী সম্ভব। হ্যা আমি নিজেই এই বিষয় নিয়ে অনার্স করছি। গ্রাফিক্স ডিজাইনের প্রতি আমার আগ্রহ সব সময়ই। অ্যানিমেশন মুভিগুলো যখন দেখি তখন সব সময়ই মনে হতো ইশ এমন অ্যানিমেশন যদি আমি বানাতে পারতাম! হয়তো ছোট খাট বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে যারা গ্রাফিক্স ডিজাইন বা অ্যানিমেশনে অল্প কিছু কোর্স করায়। কিন্তু এই সেক্টর আসলে এত বড় যে কয়েক মাসের কোর্সে এগুলা শেখা সম্ভব না।

আমি সব সময়ই চিন্তা করতাম এই বিষয়গুলো নিয়ে যদি পড়াশুনা করা যেত তাহলে কতই না ভাল হতো। হঠাৎ খোজ পেলাম গ্রাফিক্স ডিজাইন নিয়ে অনার্স করা যায়। আমি আগে বিবিএ তে পড়ছিলাম যা আসলে শুধুমাত্র পড়াশুনা করতে হবে এই জন্য। আমার সকল আগ্রহ ছিল আইটিতে। তাই বিবিএ পড়াও তেমন ভাল লাগছিল না।

গ্রাফিক্স ডিজাইন নিয়ে পড়া যায় জানার পর আমি ভাল মতো খোজ খবর শুরু করলাম। তারপর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ভার্সিটির Multimedia Technology and Creative Arts (MTCA) কোর্স সম্পর্কে জেনে আমি হতবাক হয়ে গেলাম। এই চমৎকার কোর্স অফার দেখে আমি আর দেরি করিনি বিবিএ বাদ দিয়ে সাথে সাথেই ভর্তি হয়ে গিয়েছি। এই কোর্স সম্পর্কে জানার আগে ড্যাফোডিল ভার্সিটি সম্পর্কে কিছু বলে নেই। IT সেক্টরের জন্য বাংলাদেশের প্রাইভেট ভার্সিটিগুলোর মধ্যে অন্যতম ভার্সিটি হিসেবে পরিচিত ড্যাফোডিল ভার্সিটি।

ওয়েব র‍্যাংকেও ৫ম অবস্থানে রয়েছে। আন্তর্জাতিক ভার্সিটি র‍্যাংকিং এ এই ভার্সিটি অনেক এগিয়ে রয়েছে। র‍্যাংকিং সম্পর্কে জানতে ভিজিট করতে পারেন এখানে । এবার আসি কাংখিত বিষয় Multimedia Technology and Creative Arts (MTCA) সম্পর্কে। ডিপার্টমেন্টের নাম দেখেই অনেকটা ধারণা পাওয়ার কথা।

তবে এক কথায় হচ্ছে মাল্টিমিডিয়া টেকনোলজি এবং ক্রিয়েটিভ ডিজাইনকে এক সাথে সমন্বয় করে তৈরি করা হয়েছে এই ডিপার্টমেন্ট। কি কি থাকছে সেটা বলার আগে কোর্স অফারগুলো দেখে নিন। আমি নিশ্চিত আপনি চোখ ফেরাতে পারবেন না। SEMESTER-WISE TENTATIVE COURSE OFFERINGS Level-1 Term-1 Course Code Course Title Credits Prerequisite CSE112 Computer Fundamentals 3 NONE ENG101 Basic Functional English and English Spoken 3 NONE MTC111 Graphics Design 3 NONE MTC111 L Graphics Design Lab 1 NONE MTC112 Drawing and Sketching 3 NONE Total 13 Level -1 Term-2 Course Code Course Title Credits Prerequisite ENG102 Writing and Comprehension 3 ENG101 MTC121 Multimedia Imaging 3 MTC111 MTC121 L Multimedia Imaging Lab 1 NONE MTC122 Introduction to Creative Arts 3 NONE MTC123 Introduction to Multimedia 3 NONE Total 13 Level -1 Term-3 Course Code Course Title Credits Prerequisite MTC131 Concepts of Animation 3 MTC111 MTC131 L Concepts of Animation Lab 1 NONE MTC132 Typography Design 3 NONE MTC132 L Typography Design Lab 1 NONE MTC133 Film Studies and Appreciation 3 NONE MTC134 Computer Networks and Internet 3 CSE112 Total 14 Level -2 Term-1 Course Code Course Title Credits Prerequisite BUS201 Business Communication 3 ENG124 CIS112 Mathematics-I Fundamentals of Mathematics 3 NONE MTC211 2D Animation 3 MTC131 MTC211 L 2D Animation Lab 1 NONE MTC212 Media Ethics and The Law 3 NONE Total 13 Level -2 Term-2 Course Code Course Title Credits Prerequisite CSE122 Structured Programming 3 CSE112 CSE122 L Structured Programming Lab 1 NONE MTC221 3D Design and Modeling 3 MTC211 MTC221 L 3D Design and Modeling Lab 1 NONE MTC222 Mathematics -II Coordinate Geometry 3 CIS112 Total 11 Level -2 Term-3 Course Code Course Title Credits Prerequisite GED201 Bangladesh Studies 3 ENG102 MTC231 Multimedia Programming 3 CSE122> MTC131 MTC231 L Multimedia Programming Lab 1 NONE MTC232 Video Production 3 MTC111 MTC232 L Video Production Lab 1 NONE Total 11 Level -3 Term-1 Course Code Course Title Credits Prerequisite MKT421 Consumer Behavior 3 NONE CSE415 Web Engineering 3 MTC134>CSE122 CSE415 L Web Engineering Lab 1 NONE MTC311 Audio and Video Streaming and Editing 3 MTC232 MTC313 3D Animation 1 3 MTC131> MTC221 Total 13 Level -3 Term-2 Course Code Course Title Credits Prerequisite CIS332 Human Computer Interaction 3 CIS311 MTC321 Computer Aided Design 3 MTC131> MTC221 MTC321 L Computer Aided Design Lab 1 NONE MTC322 Multimedia Communications 3 MTC134 MTC323 3D Animation 2 1 MTC313 Total 11 Level -3 Term-3 Course Code Course Title Credits Prerequisite MIS575 Project Management 3 NONE MTC331 Visual Effects Production 3 MTC131> MTC311 MTC332 Media Writings 3 BUS201 MTC333 Compression techniques 3 MTC134> MTC322 MTC334 Script Programming 1 CSE122> MTC231 Total 13 Level -4 Term-1 Course Code Course Title Credits Prerequisite CSE413 Simulation and Modeling 3 CSE122> MTC221 CSE413 L Simulation and Modeling Lab 1 NONE MTC413 Digital Image Processing Applications 3 MTC111> MTC121 MTC413 L Digital Image Processing Applications Lab 1 NONE MTC411 Digital Matte Painting 1 MTC321 CMATXXX Elective -1 3 NONE Total 12 Level -4 Term-2 Course Code Course Title Credits Prerequisite MTC421 Game Analysis and Development 3 CSE122> MTC231 MTC421 L Game Analysis and Development Lab 1 NONE MTC423 Theater Management 3 MTC133 MTCYYY Elective - 2 3 NONE MTC499 /MTC500 Final Project Phase1/ Internship Phase 1 - NONE Total 10 Level -4 Term-3 Course Code Course Title Credits Prerequisite MTC431 Multimedia Authoring 3 MTC231> MTC232> MTC334 MTC432 Digital Cinematography 3 MTC133> MTC232 MTC432 L Digital Cinematography Lab 1 MTC432 MTC499 /MTC500 Final Project Phase 2/ Internship Phase 2 6 Total 13 Summary: Based on above execution plan, the summary of credits for B.Sc. in MTC program is shown below: Level Semester 1 Semester 2 Semester 3 Total 1 13 Credits 13 Credits 14 Credits 40 Credits 2 13 Credits 11 Credits 11 Credits 35 Credits 3 13 Credits 11 Credits 13 Credits 37 Credits 4 12 Credits 10 Credits 13 Credits 35 Credits Total 147 Credits বিস্তারিত জানতে ভিজিট করুন এখানে কোর্স শেষে যেসব সেক্টরে কাজ পাবেনঃ ফ্লিম এবং টিভি ইন্ড্রাস্ট্রি আর্কিটেকচারাল ডিজাইন গ্রাফিক্স ডিজাইন 3D ডিজাইন অ্যানিমেশন ডিজাইন ইনটেরিয়র ডিজাইন ওয়েব ডিজাইন মোশন গ্রাফিক্স ভিডিও এডিটিং আউটসোর্সিং সহ অনেক কিছু! আপনার হয়তো মনে হচ্ছে একসাথে এতকিছু কিভাবে সম্ভব। একটু ভাল করে খেয়াল করে দেখুন সবগুলো বিষয় ডিজাইন সম্পর্কিত।

যেহেতু এটা ৪ বছরের B.Sc অনার্স কোর্স তাই সবগুলো বিষয় সম্পর্কে খুব ভালভাবেই জানা যাবে। কোর্স শেষে আপনি আপনার পছন্দমতো সেক্টর সিলেক্ট করে আপনার ক্যারিয়ার গড়ে তুলতে পারবেন। আপনারা জানেন যে সাড়া বিশ্বে অ্যানিমেশনের কত ডিমান্ড। ডিজাইন রেট সব চেয়ে বেশি অন্য যে কোন সেক্টরের চেয়ে। বাংলাদেশে কেমন চাহিদা? এক কথায় বলবো এই সব সেক্টরে চাহিদার তুলনায় বাংলাদেশে ঐ পরিমাণ ডিজাইনার নেই বললেই চলে।

খুব কম সংখ্যার ডিরেকটর রয়েছে যাদের এই বিষয়ে একডেমিক ডিগ্রী রয়েছে যাদের রয়েছে তারা সবাই বাইরে থেকে পড়াশুনা করে এসেছে। গ্রাফিক্স ডিজাইন মানে শুধু লোগো ডিজাইন বা ওয়েব সাইট ডিজাইন না। এর ক্ষেত্র বিশাল। এই বিষয় ডিগ্রী রয়েছে এমন ডিজাইনার বাংলাদেশে হয়তো হাতে গোনা রয়েছে। আর অ্যানিমেটর? গেম ডেভলপার? আমি নিজেই এমন কাউকে চিনি না।

এখন কথা হচ্ছে আপনার যখন একাডেমিক সার্টিফিকেট থাকবে এই বিষয়গুলোতে তখন যে কোন বড় কোম্পানীর কাজ পাবেন অনায়েসে। বড় বড় কোম্পানী শুধুমাত্র পোর্টফোলিও দেখে কাজ দেন না। যারা অভিজ্ঞ তারা আরো ভাল জানেন। তাহলে কেন এই বিষয় সম্পর্কে পড়বেন না? গোপনে একটা কথা বলে দেই। এই সেক্টরগুলোতে এখন প্রতিদ্বন্দী একেবারেই কম।

তাই অনায়েসে আপনার ক্যারিয়ার করতে পারবেন। আমার পরামর্শ থাকবে অন্যান্য ডিপার্টমেন্টে আপনি বা আপনার আত্মীয়কে ভর্তি করানোর আগে এই ডিপার্টমেন্টে একটু খোজ নিয়ে নিবেন। তাহলে হয়তো দেখতে পাবেন কেমন উজ্জ্বল ভবিষ্যত অপেক্ষা করছে। আমি যেহেতু ড্যাফোডিল ভার্সিটির Multimedia Technology and Creative Arts (MTCA) তে পড়াশুনা করছি তাই নিরপেক্ষ কিছু কথা জানাই। সত্যি বলছি আমি পড়াশুনার প্রতি কখনোই সিরিয়াস ছিলাম না।

পড়াশুনা করতে হবে শুধুমাত্র এই কথা চিন্তা করেই এতদিন পড়েছি। আমার সকল আগ্রহ আইটি সেক্টরে। সেই আশায় সাইন্স নিয়েছিলাম। কিন্তু পড়া দেখে সবকিছু অবাস্তব মনে হয়েছে তাই ইন্টারে কমার্সে চলে গেলাম। তারপর যখন বিবিএ বাদ দিয়ে এই বিষয়ে পড়া শুরু করলাম তখন মনে হলো আমি আমার স্বপ্ন হয়তো বাস্তবায়ন করতে পারবো এবং তা পড়াশুনা দিয়েই।

সত্যি বলছি এখানে ভর্তি হওয়ার পর আমাকে পড়া মুখস্থ করতে হয়নি। কারণ সব কিছু প্র্যাক্টিক্যাল এবং ডিজাইন সম্পর্কিত। ডিজাইন টিচার কেমন এই বিষয়ে বলতে গেলে শুধু একটা কথা বলি। এখন আমাদের যিনি গ্রাফিক্স ডিজাইন পড়ান তিনি যত আন্তরিকভাবে আমাদের ক্লাস নেন তা কোন প্রাইভেট ভার্সিটির টিচার নেন বলে মনে হয় না। একজন ছাত্র আছে যে শুধুমাত্র এই টিচারের ক্লাস করার জন্য অন্য ভার্সিটি ছেড়ে চলে এসেছে।

অন্যান্য ক্লাসও বেশ ভাল। এছাড়াও আমাদের টিচার হিসেবে আছেন অভিনেতা এবং বাংলাভিশনের হেড Shamim Shahed। যে দিকগুলো আরো ভাল হতে পারতোঃ আইডি কার্ড। আইডি কার্ডের ছবিগুলো একেবারেই ভাললাগেনি আমার কাছে। ইন্টারনেট স্পীড আরো বেশি হতে পারতো।

ওয়াই ফাই নেট স্পীডও আরো বেশি হতে পারতো। 3D ল্যাব আরো আগে থেকে হলে ভাল হতো। যদিও অ্যানিমেশন কোর্স অনেক দেরি। খরচ আরো কম হলে ভাল হতো। ফ্রী ল্যাপটপ আরো আগে হাতে আসলে খুশি হইতাম।

ক্লাস ৫ দিনের জায়গায় সপ্তাহে ৬ দিন নিলে আরো ভাল হয়। ক্লাস ডিউরশন ৫ ঘন্টা করলে আরো ভাল হয়। সবমিলিয়ে বলতে হয় যেহেতু বাংলাদেশে এই ডিপার্টমেন্ট নতুন তাই কিছু সীমাবদ্ধতা থাকবেই যা আশা করি সামনে ঠিক হয়ে যাবে। খরচঃ ভর্তি ফি সহ ৪ বছরে সব মিলিয়ে লাগবে ৫ লাখ টাকার মতো। একটা ফ্রী ল্যাপটপ দিবে।

আমি অবশ্য বাসায় বলেছি দুই বছর পর থেকে আমি আমার নিজের টাকা নিজেই দিব। কারণ জানি এই কাজগুলো শিখলে আউসোর্সিং করে খুব সহজেই ভার্সিটি ফি দিতে পারবো। ভর্তি যোগ্যতাঃ HSC পাশ হতে হবে। সাইন্স, আর্টস বা কমার্স ব্যাকগ্রাউন্ডেরও যে কেউ ভর্তি হতে পারবে। ক্রেডিড ট্রান্সফারের ব্যবস্থা রয়েছে।

শেষের কিছু কথাঃ কেন আমার এই পোস্ট? একান্ত নিজের ইচ্ছায় এই পোস্ট দিয়েছি। তাছাড়া ফেসবুকে অনেকেই এই ডিপার্টমেন্ট সম্পর্কে জানতে চায় তখন মনে হলো বিস্তারিত একটা পোস্ট দিয়ে দেই। ভার্সিটির কেউই জানে না এই বিষয়ে। আমার কাছে মনে হয়েছে They Deserve it । এখানে ভর্তি হওয়ার আগে আমি কয়েকটা ভার্সিটিতে খোজ নিয়েছি।

সবদিক দিয়েই এটা সেরা মনে হয়েছে। অন্যান্য ডিপার্টমেন্ট সম্পর্কে জানি না তবে আমি বলবো ডিজাইন সেক্টরের জন্য এর চে ভাল মানের ডিপার্টমেন্ট বাংলাদেশে নেই এখন পর্যন্ত। আর হ্যা আমার দৃষ্টি ভংগিতে মনে হয়েছে সেরা। তাই আপনার মতের সাথে মিল নাও হতে পারে। আমাদের ডিপার্টমেন্ট নিয়ে কিছু ছবি শেয়ার করলাম।

আমার ওয়েব সাইটঃ http://www.hasanjubair.com পূর্বে টেকটিউনস এবং আমার সাইটে প্রকাশিত। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.