আমি পৃথিবীর ছাএ।
এই প্রশ্নটা নিয়ে সবাই খুবই চিন্তাগ্রস্ত থাকে বিশেষ করে সেই সব ছাত্রছাত্রী যাদের হাতে অপশন অনেক বেশি থাকে। তো আমারা আজকে কিছু বৈশিষ্ট নিয়ে আলোচনা করব যাতে অধিকাংশ ক্ষেত্রেই বুঝা যায় এই ইউনিভারসিটি সত্যিই আমার জন্য ভাল!
১।
/////////////////////////////////উইকিপিডিয়া///////////////////////////////////
Wikipedia
এইটি হল সবচেয়ে নির্ভরযোগ্য তথ্য উৎস। আপনি যেই ইউনিভারসিটি সম্পর্কে জানতে চান, তার নাম লিখে সার্চ দেন উইকিপিডিয়াতে।
দেখবেন ওই ইউনিভারসিটি সম্পর্কে লেখা পেজ আপনি পাবেন। এরপর হল তথ্য এনালাইসিস। উদাহরণস্বরূপ আমরা সার্চ দিলাম "Delft University of Technology"। যেই পেজটি আপনারা দেখবেন তা হলঃ TU Delft
এখন ভালো করে লক্ষ্য করুন, দেখবেন ডানদিকে ওই ইউনিভারসিটি সম্পর্কে কিছু তথ্য দেখবেন, যেমনঃ Motto, Established, Type, Endowment, President, Rector, Academic staff, Admin. staff, Students, Undergraduates, Postgraduates, Doctoral students, Location, Nobel Laureate, Affiliations, Website ইত্যাদি।
১।
Endowment: এটি দিয়ে বুঝা যায় বিশ্ববিদ্যালয়টির "ফান্ড" এর অবস্থা কেমন। এর পরিমাণ যত বড় হবে সাধারণত ওই বিশ্ববিদ্যালয়ে ইন্টারনাল ফান্ডিং, স্কলারশিপ, রিসার্চ কিংবা টিচার্স এসিস্টেনশিপ পাওয়ার সবম্তভাবনা তত বেড়ে যাবে।
২। Students: এই সংখ্যাটিও বড় হলে ভালো। ইন্টারন্যাশনাল এনভায়রমেন্ট নির্দেশক সূচক ধরা যায় একে।
৩। Doctoral students: এটি যত বেশি, তার রিসার্চ রেপুটেশন তত বেশি।
৪। Location: এটি তাদের জন্য গুরুত্বপূর্ণ যারা পার্ট টাইম জব খুঁজছেন। ভালো লোকেশন এ জব ভালো পরিমানেই থাকে।
৫। Affiliations: কতগুলু ইন্টারন্যাশনাল অরগানাইজেশন এর সাথে বিশ্ববিদ্যালয়টির সংযোগ আছে তা জানা যায়। এবং অবশ্যই যত বেশি, তত ভালো।
ওই পেজে নিচের দিকে গেলে আপনি আরও অনেক কিছুই জানতে পারবেন ওই বিশ্ববিদ্যালয়টি সম্পর্কে। যা খুব ভালো করে দেখা উচিত, আপনি যেই বিষয় নিয়ে পড়তে চাইছেন ওই ব্যাপারে কেমন "কাজ" হয় বা করে বিশ্ববিদ্যালয়টি।
এটি খুবই গুরুত্বপূর্ণ আপনার ভবিষ্যতের জন্য।
এছাড়াও, রাঙ্কিং থেকে শুরু করে অনেক কিছুই পাবেন এবং খুঁটিয়ে দেখবেন। মজার বেপার হল প্রতিটা তথ্যের সাথে "রেফারেল লিঙ্ক" থাকে নিচে। ওই লিঙ্কে গিয়েও আপনি আরও বিরাট পরিসরে তথ্য পাবেন।
২।
//////////////////////////////////ইউটিউব///////////////////////////////////////
ইউটিউব
জী হ্যাঁ। ইউটিউব শুধু গান, মুভি, টিউটোরিয়ালই আমদের কাছে নিয়ে আসে না, যেকোন ইউনিভার্সিটি সম্পর্কে জানতে সাহায্যও করে। যেমনঃ ডেলফট ইউনিভার্সিটির ইউটিউব লিঙ্কটি দেখুনঃTU Deflt:Youtube
খুবই সুন্দর! তাই না! ইউনিভার্সিটিই তাদের কথা আপনার কাছে তুলে ধরছে এর মাধ্যমে। বুঝে নেওয়া আপনার ব্যাপার।
৩।
//////////////////////////// র্যাঙ্কিং ////////////////////////////////
সবশেষে এই ব্যাপারটিও গুরুত্বপূর্ণ। কিন্তু সব র্যাঙ্কিং "নির্ভরযোগ্য" নয়।
সবচেয়ে ভালো র্যাঙ্কিংগুলর মধ্যে একটি হলঃ
#"টাইমস হাইয়ার এজুকেশন র্যাঙ্কিং"
Timesh
HigherEducation
এখানে সাবজেক্ট এবং কান্ট্রি সিলেক্ট করে আপনি সার্চ করতে পারবেন। তথ্য খুবই নির্ভরযোগ্য।
#"কিউ. এস. র্যাঙ্কিং"
TopUniversities
এই সাইটটিও ভালো।
"টাইমস" আগে এদের সাথে মিলেই "র্যাঙ্কিং" পাবলিশ করত। পরবর্তীতে তারা আলাদা হয়ে যায়।
........এগুলোতো গেল, এখন নিচে খুবই বাজে কিছু র্যাঙ্কিং সাইট এর লিস্ট দেয়া হল। এদের র্যাঙ্কিং সিস্টেম নির্ভরযোগ্য নয়।
১. Webometrics [ফালতু নাম্বার ১]
http://www.webometrics.info/
২।
4icu [ফালতু নাম্বার ১]
http://www.4icu.org/top200/
...............আশা করি এই তিনটি জিনিস দেখে আপনারা খুব ভালভাবে সঠিক ইউনিভার্সিটি সিলেক্ট করতে পারবেন। কোন ব্যাপারে জানতে কিংবা দ্বিমত থাকলে দয়া করে প্রশ্ন করবেন। বেষ্ট অফ লাক। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।