আমাদের কথা খুঁজে নিন

   

ক্রোমে বাংলা ফন্ট সমস্যা? (ক্রোম সমগ্র)

Loading... আপনার ক্রোমে বাংলা ফন্ট মাঝেমাঝে এভাবে (□) আসে? নো প্রবলেম, সেটিং এ যান, তারপর টুলস্>এনকোডিং থেকে অটো ডিটেক্ট সিলেক্ট করে দিন। ব্যাস! আপনার পিসিতে নিশ্চয়ই ইউনিকোড সাপোর্টেড ফন্ট ইনস্টল দেয়া? না দেয়া থাকলে সিয়াম রূপালী অথবা সোলায়মান লিপি জাতীয় একটা ফন্ট ইনস্টল দিয়ে দিন। ক্রোমে ডিফল্ট ফন্ট পরিবর্তন করতে পারেন তো? সেটিং>অপশন>আন্ডার দ্যা হুড>ওয়েব কন্টেন্ট>কাস্টমাইজ ফন্টস্ এ যান। তারপর পরিবর্তন করুন। এখান থেকে ফন্টের সাইজও ছোট-বড় করতে পারবেন।

ক্রোমে এক ক্লিকে ওয়েব পেজকে পিডিএফ করতে পারেন তো? ক্রোমে কোন এক্সটনেশন ছাড়াই ওয়েব পেজকে পিডিএফ করা যায়। Ctrl+P চাপুন। মাইক্রোসফ্ট XPS সিলেক্ট করুন। সাদাকালো অথবা রঙিন নির্বাচন করুন। তারপর পেজের মাঝখানে রাইট ক্লিক করে Save as দিয়ে PDF ফরম্যাটে সেভ করুন।

ক্রোম দিয়ে পিডিএফ ফাইল পড়তে জানেন? পিডিএফ ফাইলটিতে রাইট ক্লিক করে Open with... থেকে ক্রোম নির্বাচন করে দিন। ক্রোমের থিম,এড-অন,এক্সটেনশন কই পাব? হাজার হাজার এক্সটেনশন অপেক্ষা করছে শুধু আপনার জন্যই! ক্রোম Sync করা যায়? পাসওয়ার্ড সেভ/ম্যানেজ করা যায়? অবশ্যই যায়। সেটিং>অপশন>পারসোনাল স্টাফ এ গেলেই সব পাবেন আমিও আগে আগুনমুখো শেয়াল ব্যবহার করতাম। অনেকগুলো কারণে বাদ দিয়ে দিসি। ক্রোমে আমি সব পেয়েছি.. সব! ক্রোমকে আরও ব্যবহার উপযোগী এবং ঝকঝকে করতে আপনার জন্য রয়েছে অজস্র থিম আর এক্সটনেশন।

যারা অন্য ব্রাউজার দিয়ে এই পোস্ট পড়ছেন, আপনাদেরকেও নিমন্ত্রণ.. It's free and installs in seconds! এখনও সমস্যা? এগুলো দেখুন... Fonts do not display at all on all sites. Each font is a capital "A" inside a box Font problems in hotmail pages like: profile, home...etc. Wrong fonts/weird font problems. How do I fix the display font problem in Google Chrome? Loading Bengali font for reading Bengali newspaper Change the font settings in Chrome OSX 10.6 Serif font family displays weird font instead of Georgia or Times Serious font rendering problem with google web fonts . আশাকরি এরমধ্যেই সমাধান পেয়েছেন, আপনার সমস্যা যদি এই সমস্যাগুলোর মধ্যেও না পড়ে তাহলে হেল্প সেন্টারে সার্চ করুন।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.