সত্য অথবা মিথ্যা দুটোই হতে পারে। বিশ্বাস করা আর না করা আপনার ব্যপার। আমার হাতে সাধারনত কারও মোবাইল অথবা ল্যাপটপ নিরাপদ না। কারন কারও মোবাইল পেলেই আমি প্রথমে ইনবক্স চেক করি। আর কারও ল্যাপটপ পেলে তো কথাই নাই।
দেখার মত অনেক কিছু পাওয়া যায়। আজ তেমন কিছু নিয়ে লিখব।
ঘটনা ১:
আমার এক আপু আসছে বাসায়। নতুন বিয়া হইছে। শাড়ি, চুড়ি আরও কি কি সব নিয়া আসছে আর দেখাইতেছে।
নতুন মোবাইলও আছে। অনেকখন বসে কথা বলল। তারপর বলল গোসল করতে যাবে। আমি বললাম, যাও। আর তোমার মোবাইলটা একটু দেখি।
বলল দেখ অনেক সুন্দর ছবি আছে আমাদের ২ জনের। আপু চলে গেল। আমি গিয়া বসলাম মোবাইল নিয়া। ইনবক্সে ঢুকলাম। একটা, ২টা করে মেসেজ পড়তেছি।
হাসতে হাসতে অবস্থা খারাপ। তখন আমার দুলাভাইয়ের একটা মেসেজ আসলো। আহা সে কি ভালবাসারে। বিয়ার ২ মাসও মনে হয় পার হয় নাই এর মদ্ধে এই কথা লেখছে। যাই হোক আপু তো মেসেজ দিতে পারতেছে না তাই আমিই আপুর পক্ষ থেকে দুলাভাইয়ের চেয়েও অধিক ভালবাসা মিশিয়ে একটা মেসেজ পাঠালাম।
একটু পর আপু আসল। আমি তো ভাল মেয়ে তাই তাকে বলে দিলাম সবকিছু। হায়রে!! আপু তো লজ্জায় শেষ। বলে আম্মারে বলে দিবে। আমি বললাম যাও বলগা।
যাইতেও পারেনা, বলতেও পারেনা। শেষে আমাকে এসে বলে, কাওকে বইলোনা কিন্তু। আমি বললাম, বলবনা ঠিক আছে। তাতে আমার লাভ কি। পরে আপু একটা স্পেষাল গিফট দিল তাই আর কথাটা বলা হয় নাই।
ঘটনা ২:
আমার ভাইয়া আমার এই অভ্যাসটা জানে। কিন্তু কেউ কখনো কিছু বলত না। আমি যেমন আমার বাসার সবার প্রায় সব আইডির পাসওয়ার্ড জানি তেমন আমারটাও সবাই জানে। সেদিন একটা পেজ খুজতে chrome history তে গিয়ে দেখছিলাম। তখন খেয়াল করলাম ভাইয়া সম্ভবত তার ফেবুর পাসওয়ার্ড চেন্জ করছে।
আমি তো ভাবতেছি সে এটা চেন্জ কেন করবে? ঐখানে এমন কি আছে? আমাকে জানতেই হবে। শুরু হল খোজ দ্যা সার্চ। প্রথমে ছিল বড় আপুর নাম তাই ভাবলাম ২য় অপশন আসে আমার নাম। দিলাম আমার নাম। ওমা এটাই দেখি পাসওয়ার্ড।
আমি তো ভাবি আরে এত বুদ্ধি নিয়ে আমি ঘুমাবো কেমনে? যাই হোক ঢুকলাম। দেখলাম । এবারও ইনবক্স চেক করে বুঝলাম কেন এই কাজ করা হইছে। হায়রে আমারে কইলে কি হইত? শুধু শুধু আমাকে কষ্ট করে পাসওয়ার্ড বের করতে হল।
ঘটনা ৩:
আমার এক কাজিনের অফিসে গেলাম সেদিন।
তার রুমে বসে আছি। তো তার মিটিং চলছে। আমি বসে বসে ভাবছি কি করব? দেখলাম তার মোবাইল টেবিলের উপর তার মোবাইল। আহা দেখি কিছু পাওয়া যায় কিনা। দেখছিলাম।
এবারও সোজা ইনবক্স। সবচেয়ে অবাক করা বিষয় হলো তার মোবাইলের আউটবক্স বেশ কিছু মেসেজ। যেগুলো লিখেছে কিন্তু একটাও সেন্ড করেনি। এবং তারচেয়েও বড় কথা নাম্বারটা আমার। আমি মেসেজগুলো পড়লাম।
সবাই নিশ্চই বুঝতে পারবেন কি নিয়ে লেখা সেগুলো। আমি আস্তে করে মোবাইলটা জায়গা মত রেখে দিলাম। ভাইয়া আসলে বিদায় নিয়ে চলে আসলাম। বেশ বড় একটা ধাক্কা খেলাম। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।