আমাদের কথা খুঁজে নিন

   

অনলাইনের বিপদজনক সেলিব্রেটিরা


সেলিব্রেটিরা কেমন? ভালো - মন্দ? যখন অ্যান্জেলিনা জলি চ্যারিটিতে বিশাল অংক দান করে তখন মনে হয় - ভালোই। আবার এই জলিই যখন আপত্তিকর দৃশ্যে অভিনয়ের জন্য ব্যাপকভাবে সমালোচিত হন তখন - ? ভালো মন্দ যাই হোক, সেলিব্রেটিরা যে আমাদের নিঃস্বার্থ ভালোবাসা পেয়ে যাচ্ছেন তাতে কোন সন্দেহ নেই। আর এই সুযোগেই তারা হয়ে যাচ্ছেন বিপদজনক তারকা, অন্ততঃ অনলাইন সার্চের ক্ষেত্রে। সিএনএন বলছে, জেসিকা বেইল কিংবা ব্রাড পিট বর্তমানের বিপদজনক তারকাদের মধ্যে অন্যতম, জেসিকার অবস্থান এক নম্বরে। যদিও পিটের অবস্থান গত বছর এক নম্বরে ছিল, এবার সেটা দশে গিয়ে দাড়িয়েছে। এবং তাদের এই পজিশনের পেছনে তাদের নিজেদের কোন অবদান নেই - সকল অবদান বিশিষ্ট হ্যাকারদের। জেসিকা কিংবা ব্রাড পিট দিয়ে সার্চ দিয়ে আপনি যে কোন ওয়েবসাইট, ফটো,ভিডিও কিংবা স্পামের জগতে প্রবেশ করতে পারেন যা আপনার কম্পিউটারের ক্ষতি করবে - এমনটাই দাবীকম্পিউটার সিকিউরিটির দায়িত্বপ্রাপ্ত কোম্পানী ম্যাকফির। এই দুজন সেলিব্রেটি ছাড়াও রয়েছে জাস্টিন টিম্বারলেকের প্রেমিকা, গায়িকা বেয়ন্স, নায়িকা জেনিফার অ্যানিস্টন, ফুটবলার টম ব্রাডি। সেলিব্রেটিরা আসলেই বিপজ্জনক! আমি কিন্তু কোন টেকি লোক না! শুধু খবর দিলাম
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.