আমাদের কথা খুঁজে নিন

   

George Harrison এবং Concert for Bangladesh

১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সমর্থনে জর্জ হ্যারিসন তার বন্ধু পন্ডিত রবি শঙ্করের অনুরোধে একটি কনসার্টের আয়োজন করেন, যা ব্যাপক সফলতা লাভ করে। কনসার্টি ছিল মানবতার ডাকে প্রথম এ ধরনের একটি বিশাল আয়োজন যা সবার দৃষ্টি আকর্ষণ করেছিল। এই কনসার্টের হাত ধরেই পরবর্তীতে আরও অনেক বেনিফিট কনসার্টের আয়োজন করা হয়েছে। ইউনিসেফ এই কনসার্টের কারণে ১৫মিলিয়ন ডলার সংগ্রহ করতে সমর্থ হয়েছিল। বিজয়ের এই মাসে তার স্মরণে বিনম্র শ্রদ্ধা।

জর্জ হ্যারিসন (২৫ ফেব্রুয়ারী ১৯৪৩ - ২৯ নভেম্বর ২০০১) ছিলেন একজন সঙ্গীতজ্ঞ, গিটার বাদক, গায়ক, গীতিকার, অভিনেতা ও চলচ্চিত্র প্রযোজক যিনি The Beatles এর লীড গিটারিষ্ট হিসেবে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন। তিনি ‘Rolling Stone’ ম্যাগাজিনের ‘100 Greatest Guitarists of All Time’ এর তালিকায় ২১তম স্থানে ছিলেন। ১৯৬৫ সালে বিট্লস-এর আমেরিকার সফর চলাকালীন, হ্যারিসনের বন্ধু ডেভিড ক্রসবি ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত এবং সেতার বাদক রবি শংকরের সাথে তার পরিচয় করিয়ে দেন। হ্যারিসন সেতার এবং ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের প্রতি আকৃষ্ট হয়ে ওঠেন এবং সেতার শিখতে চেষ্টা করেন। তিনি সেতার এবং ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতকে পশ্চিমের মানুষের সাথে পরিচয় করিয়ে দেবার পিছনে মুখ্য ভূমিকা রাখেন।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের প্রেক্ষিতে রবি শংকরের সঙ্গে বাংলাদেশের জন্য সাহায্য তহবিল সংগ্রাহার্থে ‘Concert for Bangladesh’ এর আয়োজন করেন। ২০০৬-এ ‘Concert for Bangladesh’ এর জন্য তাকে ‘Madison Square Garden Walk of Fame’-এ অন্তর্ভূক্ত করা হয়। ‘Concert for Bangladesh’-এ সঙ্গীত পরিবেশন করেন জর্জ হ্যারিসন, বব ডিলান, রিঙ্গো স্টার, এরিক ক্ল্যাপটন, এবং রবি শংকরের মত বিখ্যাত শিপীরা। এই কনসার্টটি রক সঙ্গীতশিল্পীদের মধ্যে মানবিক সহযোগীতামূলক প্রথম বড় উদ্যোগ হিসেবে স্বীকৃত। ‘Concert for Bangladesh’ কল্যাণে ইউনিসেফ ১৫মিলিয়ন ডলার সংগ্রহ করতে সমর্থ হয়।

এই ঐতিহাসিক কনসার্টকে স্মরণীয় করে রাখতে ‘Rock & Roll Hall of Fame Museum’ কনসার্টের সঙ্গে সংশ্লিষ্ট শিল্পীদের ব্যবহার্য এবং অন্যান্য সামগ্রীর সমন্বয়ে একটি বিশেষ প্রদর্শনী তৈরী করেছে। এখানে স্থান পেয়েছে জর্জ হ্যারিসনের লিখিত Bangla Desh-এর মূল লিরিকস, রবি শংকরের সেতার, রিঙ্গো ষ্টারের কনসার্টের দিন পরিহিত জামা, আরও অনেক কিছু। যদিও বিট্লসের অধিকাংশ গান লেনন এবং ম্যাক কার্টনি লিখেছেন, তবে অ্যালবামগুলোতে হ্যারিসনের নিজস্ব এক/দুইটি গান অন্তর্ভুক্ত হত। বিট্লস ভেঙ্গে যাবার পর হ্যারিসন তার গানগুলো নিয়ে ১৯৭০-এ বের করেন ‘All Things Must Pass’। হ্যারিসন তার নিজের জন্য ছাড়াও সাবেক বিট্লস রিঙ্গো স্টার এবং ‘Traveling Wilburys’ –এর জন্যও গান লিখেছেন।

এই গ্রুপটি তিনি ১৯৮৮ সালে গঠন করেন, যার সদস্য ছিলেন বব ডিলান, টম পেটি, জেফ লীন এবং রয় অর্বিসন। ১৯৮০ সালে তার আত্মজীবনী ‘with I Me Mine’ প্রকাশিত হয়। ফুসফুসের ক্যান্সারে হ্যারিসন ২০০১ সালে মারা যান। হ্যারিসন এর সর্বশেষ অ্যালবাম, ‘Brainwashed’ বের হয় তার মৃত্যুর পর ২০০২ সালে। অ্যালবামটি তার ছেলে ধানী হ্যারিসন এবং বন্ধু জেফ লীন এর উদ্যোগে প্রকাশিত হয়।

হ্যারিসন প্রথম সম্মাননা পান ১৯৬৫ সালে যখন বিট্লসকে রানী এলিজাবেথ ‘Members of the Order of the British Empire (MBE)’ হিসেবে সম্মান প্রদান করেন। ১৯৭০ সালে বিট্লস অ্যাকাডেমি অ্যাওয়ার্ড জিতে নেয় ‘Let It Be’ গানের জন্য। ১৯৯২ সালে তিনি প্রথম শিল্পী হিসেবে ‘Billboard Century Award’ পান। ২০০৪ সালে হ্যারিসন ‘Rock and Roll Hall of Fame’ –এ অন্তর্ভূক্ত হন। হ্যারিসন দুই বার টাইম ম্যাগাজিনের কাভার পেজে স্থান করে নেন, প্রথম বার ১৯৬৭ সালে দ্য বিট্লসের সঙ্গে এবং দ্বিতীয় বার তাঁর মৃত্যুর পর ২০০১ সালে।

১৯৭১ সালে বাংলাদেশের জন্য তিনি গেয়েছিলেন Bangladesh. George Harrison, আজ তোমার জন্য আমার বিনম্র শ্রদ্ধা। লিরিকস Bangla Desh: George Harrison My friend came to me with sadness in his eyes He told me that he wanted help before his country dies. Although I couldn't feel the pain I knew I had to try. Now I'm asking all of you to help us save some lives. Bangla Desh Bangla Desh where so many people are dying fast and it sure looks like a mess. I've never seen such distress. Now won't you lend your hand and try to understand. Relieve the people of Bangla Desh. Bangla Desh Bangla Desh such a great disaster I don't understand but it sure looks like a mess. I've never known such distress. Now please don't turn away I wanna hear you say relieve the people of Bangla Desh. Relieve Bangladesh. Bangla Desh Bangla Desh now it may seem so far from where we all are. It's something we can't reject that suffering I can't neglect. Now won't you give some bread to get the starving fed? We've got to relieve Bangla Desh relieve the people of Bangla Desh. We've got to relieve Bangla Desh relieve the people of Bangla Desh. ‘Concert for Bangladesh’ –এর ৪০তম বার্ষিকী ১৯৭১ সালে রবি শংকর বাংলাদেশকে সহায়তা করার জন্য তার বন্ধু জর্জ হ্যারিসনকে প্রস্তাব করেন। ‘Concert for Bangladesh’ ছিল প্রথম এ ধরনের বড় আয়োজন যেখানে রক সঙ্গীত শিল্পীরা মানবিক সাহায্যে সহযোগীতার জন্য ছুটে এসেছিলেন। এই উদ্যোগ থেকে ইউনিসেফ বাংলাদেশের জন্য সচেনতা তৈরী এবং তহবিল সংগ্রহ করা হয়। ৪০ হাজারের উপর শ্রোতা নিউ ইয়র্ক- এর ম্যাডিসন স্কয়ার গার্ডেনে আয়োজিত দুটি শোতে অংশগ্রহণ করেন।

৪০ বছর পূর্তির এই বছরে অগাষ্ট মাসে বিশ্বের ৭০ জনের বেশী সঙ্গীতশিল্পী জর্জ হ্যারিসন, রবি শংকর এবং ‘Concert for Bangladesh’ এর প্রতি তাদের শ্রদ্ধা নিবেদন করেন এবং ‘Horn of Africa’-তে ইউনিসেফের প্রচেষ্টায় সমর্থন দান করেন; ইউনিসেফ এখানে অপুষ্টি, রোগ এবং ঝুকিতে থাকা শিশুদের জীবন বাঁচাতে কাজ করছে। পন্ডিত রবি শংকরকে প্রথম ‘George Harrison Humanitarian Award’ দিয়ে সম্মানিত করা হয়। পুরস্কারটি ‘U.S. Fund for UNICEF’ এবং ‘George Harrison Fund for UNICEF’ যৌথভাবে প্রদান করে শংকরের শিশুদের জীবন বাচানোর অভূতপূর্ব প্রচেষ্টা এবং ‘Concert for Bangladesh’ আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য। কনসার্টে ওস্তাদ রবি শংকরের সেতার বাদনঃ ‘Concert for Bangladesh’ –এর ৪০তম বার্ষিকী উপলক্ষ্যে কনসার্টে আগত একজনের স্মৃতিচারণঃ Click This Link কনসার্ট সংক্রান্ত কিছু ছবিঃ ১. Concert for Bangladesh –এর পোষ্টার ২। Concert for Bangladesh –এর মুভির পোষ্টার ৩. কনসার্টে অংশ নেওয়া শিল্পীদের স্বাক্ষর সম্বলিত CD কাভার ৪. The Concert for Bangladesh এর Poster (৩টী ভিন্ন রঙে) ৫. The Concert for Bangladesh এর CD ৬. ৭. The Concert for Bangladesh এর পত্রিকা কাভারেজ (The New York Times) ৮. The Concert for Bangladesh এর SOLD OUT পোষ্টার ৯. The Concert for Bangladesh থেকে সংগৃহীত অর্থের চেক, অন্যান্য স্যুভেনির এবং গানের তালিকা ১০. The Concert for Bangladesh –এর একটি ছেড়া টিকিট ১১. The Tribe ব্যান্ডের Bangladesh শিরোনামে CD কাভার Official Site of George Harrison: http://www.georgeharrison.com অন্যান্য ছবি এবং তথ্যসূত্রঃ http://www.youtube.com/ http://www.unicefusa.org http://en.wikipedia.org/ http://rockhall.com/ http://trywhistlingthis.at.webry.info/ http://www.beatlelinks.net/ http://beatlesysolistas.blogspot.com/ http://www.statoil.com/ http://marccatone.webs.com/ http://www.metrolyrics.com/ ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।