৪। While my guitar gently weeps(George Harrison- Beatles):
“I Don’t know why nobody told you,
How to unfold your love........
With every mistakes, we must surely be learning,
While my guitar gently weeps ”
শান্ত প্রতিবাদের গানটি যখন প্রথমবারের মত শুনি তখন আমি স্কুলে। নেহাতই একজন টিনএজার। অভিমানের সে বয়েসটাতে হ্যারিসনের অভিমানের গানটি শুনে আবেগাপ্লুত হয়ে পড়েছিলাম। এর পর যখন শুনি গানটা তখন সেটা পরিণত হয়েছে ক্ষোভে, ‘কনসার্ট ফর বাংলাদেশ’-এ।
গীটারে তখনও সেই পুরনো অভিমান। এরপর থেকে আর ভুলতে পারিনি কখনো। Rolling Stone Magazine-এর শতাব্দীর সেরা ৫০০ গানের তালিকায় এটি রয়েছে ১৩৫ নম্বরে। অনেকের মতে, গানে বাজানো গীটার পিসটি ইতিহাস সেরা। বাংলালিংকের-ই সম্ভবত কোন একটা বিজ্ঞাপনে ‘কনসার্ট ফর বাংলাদেশ’-এ গাওয়া গানটির কিছু অংশ দেখানো হয়েছে।
লিরিক
কর্ড
সংকলন পোস্ট
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।