http://www.choturmatrik.com/blogger/আরণ্যক
জর্জ কারলিন ব্ল্যাক কমেডির জন্য বিখ্যাত । আজকের দিনের অনেক বিখ্যাত ষ্ট্যান্ড আপ কমেডিয়ানই তাকে অনুকরণ/ অনুসরণ করে ।
জর্জ কারলিন গত বছর মারা গিয়েছেন । মারা যাওয়ার আগেও তার তীক্ষ্ণ রসিকতার ধার বিন্দু মাত্র কমেনি ।
অন্য কমেডীয়ান থেকে তার কিছু বৈশিষ্ট্য আলাদা ছিল - তার কোন ইন্টারভিউতে তাকে কথায় কথায় জোক করতে দেখিনি .. ইন্টারভিউ/ টকশো তে সব সময়ই তাকে সিরিয়াস মনে হয়েছে ..
অনেক সময় মনে হবে আরে এই ব্যাটা তো কমেডীর কিছুই জানে না ..
কিন্তু মন্চে তার মত স্মার্ট লোক কমই দেখেছি .. মাঝে মাঝে তাকে কমেডীয়ান কম দার্শনিক বেশি মনে হয় .. সাহসের তো কোন মাপ-জোখ নেই
ধর্ম নিয়ে তার রসিকতার শেষ ছিল না ; আমার সবচে প্রিয় টা হল - "ধর্ম মানুষকে ভালোই বোকা বানায় -একজন অদৃশ্য লোক .. যে আকাশে থাকে ..যে সব জানে .. সে ঈশ্বর তোমাকে আগুনে পোড়াবে , ঠান্ডায় জমিয়ে আইসক্রিম বানাবে , চামড়া খুলে শুকাতে দিবে , বছরের পর বছর পচিয়ে মারবে , অনন্তকাল না খাইয়ে রাখবে , এমনসব শাস্তি দিবে যা জীবনেও চিন্তা করনি ... এর পরও ঈশ্বরের চে ভালো তোমাকে কেউ বাসে না !"
অনুবাদ যাদের পছন্দ না তাদের জন্য দিলাম - "Religion has convinced people that there’s an invisible man…living in the sky, who watches everything you do every minute of every day. And the invisible man has a list of ten specific things he doesn’t want you to do. And if you do any of these things, he will send you to a special place, of burning and fire and smoke and torture and anguish for you to live forever, and suffer and burn and scream until the end of time. But he loves you. He loves you and he needs money. "
[ ব্লগের মোল্লা হুজুরেরা আবার মাইন্ড খাইয়েন না --- এটা খিষ্টান বিরোধী নাস্তিক --- আমাদের ব্লগের ইসলাম বিরোধী নাস্তিক না .. ]
তার প্রায় সব গুলি পর্ব ই আমার প্রিয় --- মনে রাখার মত আছে মিনিটের পর মিনিট ধরে মনোলগ .. এরোপ্লেনের উপরে করা একটা কমেডীও আমার প্রিয়
এইখানে কিছু লিংক দিলাম - য়ু টিউবে গেলে প্রচুর পাবেন --
ভালো কথা অনেক জিনিষ আছে রুচির বাইরে -- ঐগুলি বাদ দিলে এর চে মজার / উইটি কিছু নাই
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।