আমাদের কথা খুঁজে নিন

   

আজকে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে গ্যালারীতে কিছু তরুনী ও তাদের পোশাক... আমার যেইটা মনে হইল আপনেরা কি বলেন...

কিছুটা জেনে কিছুটা না জেনে........জীবন চলে যায় জীবনের নিয়মে..... আজকের খেলা নিয়া কিছু বলার নাই।খেলা দেখারও ইচ্ছা ছিলোনা।যাই হোক তবুও যেই ওল্প একটু সময় খেলা দেখলাম তার চেয়েও বেশী দেখলাম গ্যালারীতে বসা কিছু মেয়ে...... আহা কিযে তাহাদের পোশাকের বাহার.......স্কিন টাইট টিশার্ট, জিন্স , সর্ট টপস... ক্যামেরা ম্যানও ঐ যায়গায় একটু একটু পর পর ক্লোজ ফোকাস মারে আহা ব্রেশ ব্রেশ। তাদের এই রুপ ধারণ কি নিত্যকার নাকি কোন মহতী( ) উদ্দেশ্য আছে ??? জাতির বিবেকের কাছে আমার প্রশ্ন .।.।।। যাই হোক আমার যেইটা মনে হইসে সেইগুলা বলি ....... ১। দেখ পাকিস্থানী হারামিরা আমাগো দেখ তবুও রইয়া সইয়া ছাইরা দিয়া খেল অথবা, ২। হারামির বাচ্চারা একাত্তুরেত দেইখা নাদেইখা তুইলা নিয়া গেছিলি , সাহশ থকলে সামনে আয় পিডাইয়া ঠেঙ ভাইঙ্গা হাতে ধরাইয়া দিমু আমারত এই গুলা মনে হইসে ..... আপনেগো কার কি মনে হৈল ??? জানবার মুনচায় .....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.