আজ প্রধানমন্ত্রী বলেছেন,যথেস্ট টাকা থাকলে ঢাকাকে চারভাগ করতাম।লিঙ্কঃ তার মানে দুইভাগে যথেস্ট হয়নি।এটা শুনে আমার আমাদের পাড়ার মোহাম্মদ মিয়া কাকার কথা মনে হয়েছে।তিনি একবার এক ছেলের উপর নাখোশ হয়ে তাকে ১০-১৫মিনিট একটানা লাঠিপেটা করে ক্লান্ত হয়ে পড়েন।ততক্ষনে ছেলেটার মুখ দিয়ে ফ্যানা বা গ্যাজলা বের হয়ে পড়ে।আমি কাকাকে বললাম,কাকা করেছেন কি?ও ত আধামরা হয়ে গেছে।কাকা বলল,কিছু ন অই,আজিয়া আর শইর কারাপ,এইল্লাই বেশী ন মারি,ইক্কিনি জিরাই লই তওন খেইল দেইবা(কিছু হয় নাই,আজকে আমার শরীর খারাপ,তাই বেশী মারিনি,একটু বিশ্রাম নিয়ে নি,তখন খেলা দেখবে)।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।