সম্মান জানাই তাকে আমার বিরুধ্যে সত্য বলে যে
"আমি আর যুদ্ধাপরাধী র বিচারের দাবীর সাথে নাই"
এটা আমার ব্যাক্তিগত ঘোষনা।
দুঃখের বিষয় ঘোষনা টা ১৬ ডিসেম্বর এ দিতে হলো ।
শুরু থেকে ই "যুদ্ধাপরাধীর" বিচারের ইস্যু এই সরকারের " স্রেফ রাজনৈতিক হাতিয়ার" এটা সবাই সন্দেহ করতো।
আশার আলো বলতে ছিল এতটুকুই ছিল যে "হয়তো এই একটা কাজ আগামী তে দলের সার্থে হলেও এই সরকার সুস্ঠ ভাবে করে যেতে পারে "
ধীরে ধীরে আসল চেহারা প্রকাশ পেতে শুরু করে ।
প্রথম সন্দেহ জাগে যখন দ্রব্য মুল্যের উর্ধগতি এবং বিদ্যুতে র দাবী তে মানুষের আন্দোলন কে "যুদ্ধাপরাধীর বিচারে বাধা দেবার চেস্টা" হিসাবে ট্যাগিং করে সরকার ।
এর পর কমপক্ষে ২০০ বার বিভিন্ন সরকার বিরোধী "আন্দোলন " কে সরাকরের মন্ত্রী পর্যায়ের লোক জন যুদ্ধাপরাধীর বিচার ঠেকানোর চেস্টা র ট্যাগিং দেয় ।
সর্ব শেষ প্রধানমন্ত্রী র উপস্হীতি একজন মন্ত্রী একটা হরতালের প্রতি "বিএনপি"র রাজনৈতিক সমর্থন কে "যুদ্ধাপরাধীর" পক্ষের স্ট্যান্ডিং বলে আখ্যায়িত করেন ।
যখনই বিএনপি আন্দোলনের দিকে এগিয়ে যাচ্ছে ঠিক সে মুহুর্তেই গ্রেফতার "সাকা চৌধুরী" ।
এটা দুধের শিশুর কাছেও পরিস্কার 'সাকা চৌধুরী" কে ঠিক এখনই কেন গ্রেফতার করা হলো ?!!
আদালত খুললে এ বিষয়ে আদালতে আঈনজীবি দের বক্তব্য থেকে আরো পরিস্কার হয়ে যাবে এটা।
"যতক্ষন পর্যন্ত দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি এই সরকারের "যুদ্ধাপরাধীর বিচার" এর কর্মকান্ডে "আস্হা এবং একাত্নতা" ঘোষনা না করছে ততক্ষন পর্যন্ত আমি নাই।
নিঃসন্দেহে "দুই টাকা র বেতনে পদলেহনকারী বুদ্ধিজীবি সাংবাদিক দালাল" আর ব্লগে পড়ে থাকা "আওয়ামী চান্দাবাজ দেশ প্রেমীক ব্লগার" এর চেয়ে অনেক বেশী অবদান রাখা "দেশ প্রেমিক মুক্তিযোদ্ধা" বিএনপি তে আছেন। অন্ততঃপক্ষে সরাসরি দেশের জন্যে এই দালাল দের তুলনায় "কিছু" হলেও করেছেন বিএনপি র "সভানেত্রী" "সাঃ সম্পাদক" এবং "প্রেসিডিয়াম" । ন্যুনতম হলেও এই এই সিকি আধুলির চেয়ে তাদের দায়বদ্ধতা বেশী ।
"ধোকা খাওয়ার সময় শেষ" ।
যে কোন ভাল কাজ করারও একটা নিয়ম আছে।
"নামাজ পড়তে হলেও কিছু পুর্ব শর্ত পালন করতে হয় "।
একটা কাজ "ভাল হলেই" যে সকল নিয়ম এবং শর্তের উর্ধে হলেও ঠিক হবে এরকম কোন নজীর নাই ।
বাংলাদেশের ৫২% ভোটারের সমর্থিত বৃহত্তম রাজনৈতিক দলের সমর্থন অর্জন যে কোন "জাতীয় পর্যায়ে ভাল কাজের পুর্ব শর্ত" ।
জাতীয় পর্যায়ের কোন ইস্যু তে "প্রধান বিরোধী দলের মতামত এবং সমর্থন কে পাশ কাটিয়ে যাবার স্পর্ধা উদ্দেশ্যে ঘাপলা থাকা প্রমাণ করতে যথেস্ট " ।
"প্রধান বিরোধীদল তথা বাংলাদেশের বৃহত্তম জনগোস্টির মূখপাত্র "বিএনপি" র আস্হা এবং সমর্থন অর্জনের পুর্বশর্ত পূরণ না হওয়া পর্যন্ত আমি সরকারের যুদ্ধাপরাধীর বিচারের সাথে না থাকার ঘোষনা করছি" ।
বিঃ দ্রঃ আজে বাজে মন্তব্য ডিলিট করে দেওয়া হবে ।
লেখা পড়া না জানা ১ লাইনের মন্তব্য কারী "টোকাই" দের কে পোস্টে ঢুকতে এবং মন্তব্য না করতে সাবধান করা হচ্ছে ।
মন্তব্য ডিলিট আর ব্লকড হইলে "লেখক" দায়ী থাকবেন না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।