তাশফী মাহমুদ আমরা আমাদের এই ছোট দেশটাকে অনেক ভালবাসি। কিন্তু কজনই বা দেখাতে পারি? যদি বলি আমরা চাইলেই পারি! কিভাবে? খুব ছোট্ট একটা কাজ করে। সেটা হলঃ আগামী ১৫ ডিসেম্বর, ২০১১ রাত ১২:০০ টা থেকে ১৬ ডিসেম্বর রাত ১২:০০ টা পর্যন্ত আমরা আমাদের ফেসবুক প্রোফাইল এ ব্যক্তিগত ছবির পরিবর্তে বাংলাদেশের জাতীয় পতাকার ছবি ব্যবহার করব। দেশকে যে আমরা মায়ের মত ভালোবাসি, আসুন তা বাকী দুনিয়াকে দেখিয়ে দিই। ভাবুন তো একবার! পুরো ফেসবুকের বাংলাদেশী প্রোফাইল গুলোতে শুধু লাল-আর সবুজে ছেয়ে যাবে! ভাবতেই কেমন লাগছে না??? নিশ্চয়ই বাংলাদেশী হিসেবে নিজের কাছেই গর্বে ফুলে ঊঠবে আপনার বুক? কিন্তু এজন্য আপনাদের সহযোগীতা প্রয়োজন। আশা করি এই ইভেন্টে আপনারা সবাই যোগ দেবেন, এবং নিজেদের ফ্রেন্ডলিস্টের সকল বন্ধুকে এ ইভেন্ট এ অংশগ্রহন করার জন্য অনুরোধ করবেন। বাংলাদেশে এখন ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা আনুমানিক ১.৭ মিলিয়ন, আমরা আশা করি অন্তত অর্ধেক সংখ্যক ব্যবহারকারী এই ইভেন্ট এর কথা জানবে এবং এতে অংশগ্রহন করবে। এ জন্য সবার আন্তরিক সহযোগিতা কাম্য। LETS COLOR FACEBOOK RED AND GREEN ! Lets make our Bangladesh Flag the profile picture for the month of December to show respect to the freedom fighters who have sacrificed their lives for our country.
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।