আমাদের কথা খুঁজে নিন

   

আমার কাজের বুয়া কাহানী.....পর্ব-২

আমাদের এ জীবনে কাজের মেয়েদের ভূমিকা যে কি পরিমান তা আমরা যারা চাকরী করি তারা হাড়ে হাড়ে বুঝি। তারা যে শুধু নির্যাতীত তাই না সুযোগ পেলে নির্যাতন ও করতে পারে তার বর্ননায় আমার এবারের পর্বগুলো। আশা করি ভবিষ্যতে সাবধানতার জন্য এ পর্বগুলো আপনাদের ভালো লাগবে। পর্ব-২ বুয়া শাশুড়ি আর যাই হোক একটা উপকার করে গেছে আমাদের..... আমরা দুজনে রান্নার সাহস সন্চয় করেছি আর আমার বর তো এই ফাঁকে মহা খুশি..... বাসায় খাওয়ার উপকারিতার উপর সকাল বিকাল নাতিদীর্ঘ বক্তৃতা দেয়া শুরু করেছে। যাহোক এভাবেই চললো কিছুদিন আমার বর ভালোই সাহায্য করতো কিন্তু কয়দিন যাওয়ার পর মানে নতুন বউ কিছুটা পুরোন হওয়ার পর বন্ধু বান্ধবের খোজ শুরু হলো ...আড্ডা শুরু হলো... আর মোটামুটি আমার ঘাড়ের উপর সব কিছু ছেড়ে দিয়ে এই ১০ মিনিটে আসছি বলে ঘন্টা তিনেকের জন্য নিয়মিত উধাও হতে থাকলো সে।

এভাবে আর কয়দিন ঝগড়া করে পারা যায়... দিলাম শাশুড়ি মাকে নালিশ করে। উনি তো শুনে মহা ক্ষেপা....... তক্ষনি তার এক ছুটা বুয়াকে ম্যানেজ করে পাঠিয়ে দিলেন। শুরু হলো আমার নতুন অধ্যায়। মেয়েটি মধ্যবয়সী হলেও দেখতে খারাপ না। কয়দিনের মধ্যে মোটামুটি কাজ বুঝে নিল।

আমিও মহা খুশি। মাসখানেকের মধ্যেই আমাকে এসে খবর দিল তার এক আত্বীয়ের খোজ পাওয়া গেছে রায়ের বাজার বস্তিতে। আমি কিছু বললাম না... তার সপ্তাহ পরে বাসায় ফিরে দেখি বাচ্চা একটা মেয়ে শাড়ী পড়া আমার বাসায় ঘুর ঘুর করছে... জিঙ্গাস করতেই বললো আমার ভাবী এখানে বেড়াতে এসেছে। .... আচ্ছা থাকুক কয়দিন এ ঘোষনা দিয়ে নিজের কাজে মন দিলাম। কিন্তু কয়দিনের মধ্যেই টের পেলাম কত গমে কত আটা... সে আসার পর থেকে বাসার বাজার করতে করতে আমরা দুজন মোটামুটি কাহিল।

সপ্তাহের বাজার দুদিনেই শেষ হয়ে যায় আবার আনি আবার শেষ .... এভাবেই চলছে। কিন্তু ননদ ভাবী ভালোই চলছে........ আমার বাসাও সুন্দর গুছিয়ে পরিস্কার করে রাখে, রান্না বান্না চমৎকার করে.. কিছু বলার আগেই সব হাজির যেন আমার মনের কথা বুঝতে পারে.. আমিওতা মহা খুশি। তাই বাজার নিয়ে তেমন কমপ্লেইন করি না তার সাথে। তবে কয়দিন থেকে খেয়াল করলাম যে বাসার দাড়োয়ান এতদিন আমাদের পাত্তাই দিত না আজকাল দেখি আমাকে দেখে লম্বা লম্বা সালাম দেয় .......কিছু সমস্যা আছে কিনা তার ব্যাপক খোজ খবর নেয়......আর বলে আপা আপনার ননদ খুবই ভালো বংশের মেয়ে....... এমন ননদ জোটা ভাগ্যের ব্যাপার................। যেহেতু ফ্লাট এ একা থাকি ও চাকরী করি তাই কারো সাথে তেমন চেনার সুযোগ হয়নি।

যাহোক একদিন পাশের ফ্লাটের এক ভাবী সন্ধায় বাসায় ঢুকতেই দেখি দাড়িয়ে আছে দরজার পাসে। বললো....ভাবী, আপনার অপেক্ষায় আছি। যদিও আপনার সাথে পরিচয় নেই তারপরও কিছু কথা বলতাম আপনি যদি আমার ফ্লাটে একটু আসেন। .একটু চিন্তা করে ভাবীর বাসায় গেলাম......উনার ফ্লাটে বসতেই বললো, ভাবী আপনার ননদ যা শুরু করেছে তাতে তো আমাদেরই ফ্লাট ছেড়ে দিতে হবে... মানে (!!!!) আমি তো আকাশ থেকে পড়লাম.... আমার ননদ কোথা থেকে আসবে ওতো ইউএসতে...। বিস্বয় প্রকাশ করতেই বললো কেন আপনার ফ্লাটে যে মেয়েটা থাকে সেইতো বলে বেড়ায় সে আপনার ননদ ....আমরা তো সবাই জানি যে সে আপনার ননদ আর আর খুব সেজেগুজে ফিটফাট থাকে সবসময়....তাই আমরা বিশ্বাস করি.......আর আপনি যে ড্রেস পড়ে বাইরে যান তাই তো তাকে পড়তে দেখি প্রতিদিন..........প্রায় প্রতিদিন দুপুরে সে বাসায় পার্টি দেয়....হইহূল্লোর করে খুব...... কি সব অদ্ভুত লোকজন আসে আপনার বাসায়.....মনে হয় পাশের কোন বস্তি থেকে আর এতো জোরে সিডি ছাড়ে যে আমার নিজের ফ্লাটেও থাকা দায়।

দাড়োয়ানকে কম্লেইন করেছি কিন্তু সে কিছু বলে না কারন প্রায় প্রতিদিনই তার খাবার আপনার বাসা থেকে যায়। আমি কিছু বলার চেষ্টা করেছিলাম কারন আমার মেয়েটার পরীক্ষা চলছে কিন্তু আপনার ননদ এতো বাজে ব্যবহার করেছে কি আর বলবো.........আমি তো আকাশ থেকে মাটিতে পড়লাম আর কি...... আমার ননদ.....!!! । মোটামুটি হার্টফেইল করার অবস্থা আমার। তাইতো বলি আমার বাজার যায় কই....দজুনের সংসারে যা বাজার লাগে তা শুনে সবাই মাথায় হাত দেয়..... প্রায় প্রতিদিন অফিস যাওয়ার সময় কোন ড্রেসেরেই ঠিকভাবে আয়রন করা পাই না কেন.... আমার কসমেটিক্স কোনদিনই ঠিকভাবে পাই না কেন.......প্রতিদিন সন্ধায় সে গায়ে হলুদ মেখে গোসল করে কেন (যদিও আমি হলুদ মাখি না কখনই)......হঠাৎ অফিসে না গেলে প্রায় অপরিচিত লোকজন বাসায় নক করে কেন...(একদিনতো এক লোক আমাকে ধমক লাগালো এই বলে যে আপনি কে? ঘরের মালিককে ডাকেন..)......ফ্রিজে প্রতিদিনই কোকের ক্যান পাওয়া যায় কেন (যদিও আমি কোক আনি না তেমন).... প্রায় পাশের বাসার এতো বদনাম করার চেস্টা করে সে ...???? সব প্রশ্নের উত্তর আস্তে আস্তে মিলাতে পারলাম...... এবার শাশুড়ি মাকে ফোন দিলাম তার কাহিনী বর্ননা করে........ এবং ২য় পর্বের শেষের পর আমার ৩য় পর্বের দিকে পা বাড়ালাম আর কি..... আমার আগের পর্ব... Click This Link পরের বর্ননার অপেক্ষায় থাকুন...যদি ধৈর্য্য থাকে আরকি.... বিদ্র: ছবির জন্য ধন্যবাদ ব্লগার বাকাট্টা ......  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.